হোম > খেলা > ক্রিকেট

এক দিনে গলে এত রং গলল

ক্রীড়া ডেস্ক    

পাতুম নিশাঙ্কা পুড়েছেন ডাবল সেঞ্চুরির আক্ষেপে। ছবি: এএফপি

গল টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই অনেকটা সম অবস্থানে। দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৬৮ রান করেছে শ্রীলঙ্কা। সফরকারীদের চেয়ে এখনো ১২৭ রানে পিছিয়ে তারা। তবে আজ সারা দিন গলে গলেছে অনেক রংই।

৬০০ রানের ইঙ্গিত দিয়ে ৫০০-ও হলো না

একটা সময় ৬০০ রানের ইঙ্গিত দিয়েও ৪৯৫ রানে থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস, হলো না ৫০০ রানও। গলে সফরকারী দলের সর্বোচ্চ স্কোরের তালিকায়, বাংলাদেশের ইনিংসটি জায়গা করেছে সাত নম্বরে।

১৯ মাস পর মুমিনুলের উইকেট

ক্যারিয়ারের শুরুর দিকে মোটামুটি প্রায় বল করতেন মুমিনুল হক। এখন বল হাতে কমই দেখা যায় তাঁকে। আজ নিজের তৃতীয় ওভারে দারুণ এক ডেলিভারিতে বিদায়ী টেস্ট খেলা অ্যাঞ্জেলো ম্যাথুসকে ফিরিয়ে দলকে ব্রেক-থ্রু এনে দেন। ১৯ মাস পর টেস্টে উইকেট পেয়েছেন মুমিনুল। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে উইকেট (৩ টি) নিয়েছিলেন।

৩৯, বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ম্যাথুস, দ্বিতীয় ইনিংস কি পাবেন

বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৩৯ রানে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথুস। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। খণ্ডকালীন বোলার মুমিনুলের শিকার হয়েছেন তিনি। টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে শেষ রাঙানোর প্রত্যয় ছিল তাঁর। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগ পাবেন কি না সেই শঙ্কা তো থাকছেই। হতে পারে এটি তাঁর টেস্ট ক্যারিয়ারে শেষ ইনিংস।

১৮৭, নিশাঙ্কার ক্যারিয়ারসেরা ইনিংস

টেস্ট পাতুম নিশাঙ্কা খেলেছেন নিজের ক্যারিয়ারসেরা ইনিংস (১৮৭)। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে দ্য ওভালে ১২৭ রান করেছিলেন, সেটি ছাড়িয়ে গেছেন বাংলাদেশের বিপক্ষে। শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে এই মাঠে সর্বোচ্চ ইনিংসের তালিকায় ১০ ম।

১৩ রানের আক্ষেপ

দিনের দ্বিতীয় নতুন বল, ফুল লেন্থের দারুণ ইনসুইং হাসান মাহমুদের, পাতুম নিশাঙ্কা স্ট্রেইট ড্রাইভ করতে চাইলেন। কিন্তু বলের মুভমেন্ট বুঝতেই পারেননি লঙ্কান ওপেনার। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে লালবাতি জ্বালিয়ে দিল মিডল স্টাম্পের। তৃতীয় দিন তপ্ত রোদে খেটেই যাচ্ছিল বাংলাদেশের ক্রিকেটাররা, শেষ বিকেলে গলার কাঁটা নিশাঙ্কার পতনে কিছুটা স্বস্তি ফিরেছে দলে। আর মাত্র ১৩ রানের জন্য প্রথম ডাবল সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন নিশাঙ্কা।

৩৭৯

তৃতীয় দিন আজ উঠেছে ৩৭৯ রান। সারা দিনে খেলা হয়েছে ৯৫.৪ ওভার। ওভারপ্রতি রান উঠেছে ৩.৮৫।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু