হোম > খেলা > ক্রিকেট

কিউই অধিনায়কের রানই করতে পারলেন না জ্যোতিরা

নিউজিল্যান্ড সফরের সূচনাটা বেশ বাজেই হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ প্রথম টি-টোয়েন্টিতে কিউই অধিনায়ক সোফি ডিফাইনের ৪৫ রানই করতে পারলেন না বাংলাদেশের নারীরা। বাংলাদেশকে ১৩২ রানে হারিয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল কিউইরা।

১৬৫ রান তাড়া করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। লিয়া তাহুহু এবং হেইলি জেনসেনের বিধ্বংসী বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকেন বাংলাদেশি ব্যাটাররা। ৫.৩ ওভারে ১২ রান তুলতেই ৫ উইকেট হারায় বাঘিনীরা। বাংলাদেশের ব্যাটাররা তখন যতটা সম্ভব, উইকেটে টিকে থাকার চেষ্টা করছিলেন। ১৪.৫ ওভারে ৩২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যেখানে আজ দুই অঙ্কের রান করতে পারেননি কোনো বাংলাদেশি ব্যাটার। বরং তিন ব্যাটার ডাক মেরেছেন। সর্বোচ্চ ৬ রান করেন রিতু মনি। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাহুহু। ৪ ওভার বোলিং করে ৬ রান খরচ করেছেন কিউই এই পেসার।

এর আগে ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিফাইন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৪ রান করে কিউইরা। ৩৪ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন ডিভাইন। ৬টি চার মেরেছেন কিউই অধিনায়ক। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, নাহিদা আক্তার এবং রিতু মনি।

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি

পুরো আইপিএল খেলতে পারবেন না মোস্তাফিজ

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ম্যাচের কথা মনে করাল নিউজিল্যান্ড

বাজে পরিবেশে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজন করে তোপের মুখে বিসিসিআই

সতীর্থরাই ডোবালেন মোস্তাফিজকে