হোম > খেলা > ক্রিকেট

কিউই অধিনায়কের রানই করতে পারলেন না জ্যোতিরা

নিউজিল্যান্ড সফরের সূচনাটা বেশ বাজেই হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ প্রথম টি-টোয়েন্টিতে কিউই অধিনায়ক সোফি ডিফাইনের ৪৫ রানই করতে পারলেন না বাংলাদেশের নারীরা। বাংলাদেশকে ১৩২ রানে হারিয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল কিউইরা।

১৬৫ রান তাড়া করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। লিয়া তাহুহু এবং হেইলি জেনসেনের বিধ্বংসী বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকেন বাংলাদেশি ব্যাটাররা। ৫.৩ ওভারে ১২ রান তুলতেই ৫ উইকেট হারায় বাঘিনীরা। বাংলাদেশের ব্যাটাররা তখন যতটা সম্ভব, উইকেটে টিকে থাকার চেষ্টা করছিলেন। ১৪.৫ ওভারে ৩২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যেখানে আজ দুই অঙ্কের রান করতে পারেননি কোনো বাংলাদেশি ব্যাটার। বরং তিন ব্যাটার ডাক মেরেছেন। সর্বোচ্চ ৬ রান করেন রিতু মনি। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাহুহু। ৪ ওভার বোলিং করে ৬ রান খরচ করেছেন কিউই এই পেসার।

এর আগে ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিফাইন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৪ রান করে কিউইরা। ৩৪ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন ডিভাইন। ৬টি চার মেরেছেন কিউই অধিনায়ক। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, নাহিদা আক্তার এবং রিতু মনি।

নিলামের আগেই পিএসএল জানাল, খেলবেন মোস্তাফিজ

বিমানবন্দরে জিম্বাবুয়ের তালে তালে নেচেছে বাংলাদেশ

কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন হেড

কোনো আলাপ-আলোচনা ছাড়াই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় বোর্ড

দ্রাবিড়কে ছাড়িয়ে সাঙ্গাকারা-শচীনদের তাড়া করছেন স্মিথ

স্টোকসের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের ‘ঝগড়া থামাতে’ গেলেন পাকিস্তানি আম্পায়ার

বিপিএলে আতশি কাচে সুজনও

‘বাংলাদেশে মাহমুদউল্লাহর মতো সেরা ফিনিশার আর কেউ নেই’