হোম > খেলা > ক্রিকেট

বোলারদের পর দায়িত্বটা এবার বাংলাদেশের ব্যাটারদের

ক্রীড়া ডেস্ক    

১০ ওভারে ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন স্বর্ণা আক্তার। ধসিয়ে দিয়েছেন লঙ্কান ব্যাটিং লাইনআপ। ছবি: ক্রিকইনফো

হারলেই সেমিফাইনালের সমীকরণ থেকে বাদ—মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের সমীকরণটা এমনই। জিতলেও যে সেমিতে ওঠা যাবে, ব্যাপারটা অত সহজও নয়। তখন চলে আসবে নেট রান রেটের সমীকরণ। শুধু তা-ই নয়, অন্যান্য ম্যাচের ফলও তখন প্রভাবক হিসেবে কাজ করবে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলেরই সমান ২ পয়েন্ট। কিন্তু নেট রান রেটের কারণে ছয় ও সাত নম্বরে অবস্থান করছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশের নেট রান রেট -০.৬৭৬ ও লঙ্কানদের নেট রান রেট -১.৫৬৪। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বোলাররা অর্ধেক কাজ সেরে রেখেছেন। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮.৪ ওভারে ২০২ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। ৫০ ওভারে ২০৩ রানের লক্ষ্য হলেও জ্যোতির দল যত তাড়াতাড়ি জিততে পারবে, ততই তাদের জন্য মঙ্গল।

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। বাংলাদেশের সামনে যখন সেমির সম্ভাবনা হাতছানি দিচ্ছে, তখন একাদশে ফিরেছেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। ফেরার ম্যাচে দ্রুতই উইকেট পেলেন মারুফা। ইনিংসের প্রথম বলে লঙ্কান ওপেনার ভিস্মি গুনারত্নেকে দারুণ এক ইনসুইঙ্গারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মারুফা। আম্পায়ার প্রথমে আঙুল না তুললেও রিভিউ নিয়ে উইকেট আদায় করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।

রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন হাসিনি পেরেরা। লঙ্কান ওপেনার আতাপাত্তু ও হাশিনি দ্বিতীয় উইকেটে ৭৫ বলে ৭২ রানের জুটি গড়েন। ১৩তম ওভারের চতুর্থ বলে আতাপাত্তুকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন রাবেয়া খান। ৪৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেছেন আতাপাত্তু। লঙ্কান অধিনায়ক আউট হওয়ার পর দলীয় স্কোর হয়ে যায় ১২.২ ওভারে ২ উইকেটে ৭২ রান।

আতাপাত্তুর বিদায়ের পর দ্রুত আরও ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। হারশিতা সামারাবিক্রমা, কাভিশা দিলহারি দুই ব্যাটারই ৪ রান করে আউট হয়েছেন। শ্রীলঙ্কার স্কোর তাতে হয়ে যায় ১৯.১ ওভারে ৪ উইকেটে ১০০ রান। পঞ্চম উইকেটে এরপর ৭৫ বলে ৭৪ রানের জুটি গড়তে অবদান রাখেন হাসিনি পেরেরা ও নিলাক্ষিকা সিলভা। ৩২তম ওভারের চতুর্থ বলে নিলাক্ষিকাকে (৩৭) ফিরিয়ে জুটি ভাঙেন স্বর্ণা আক্তার।

নিলাক্ষিকার উইকেটের মাধ্যমে বড় ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে। ২৮ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ২০২ রানে অলআউট হয়েছে লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করেন হাশিনি পেরেরা। ৯৯ বলের ইনিংসে ১৩ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশের স্বর্ণা ১০ ওভারে ২৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভার মেডেন দিয়েছেন। রাবেয়া খান পেয়েছেন ২ উইকেট।

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল

বাজে রেকর্ডে নাম লেখানোর পর নিজেকেই ‘লাথি মারছেন’ ভারতীয় ক্রিকেটার