হোম > খেলা > ক্রিকেট

এবারই কি শেষবারের মতো আইপিএল খেলবেন কার্তিক

২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুম থেকেই খেলছেন দিনেশ কার্তিক। দেখতে দেখতে কাছাকাছি চলে এল ১৭ তম আইপিএল। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ভারতের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবারই কার্তিককে দেখা যেতে পারে শেষবারের মতো। 

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলবেন কার্তিক। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, এবারই শেষবারের মতো খেলতে যাচ্ছেন তিনি। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ব্যাপারেও সিদ্ধান্ত শিগগিরই নেবেন বলে জানা গেছে। কার্তিক আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ এর ২ নভেম্বর। অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। 

দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে অভিষেক হয় কার্তিকের। ২০০৮ সালের ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে অভিষেক হয় আইপিএলে। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবশেষ ম্যাচ খেলেন গত বছরের ২১ মে। সেবার আরসিবির হয়ে খেলেন গুজরাট টাইটান্সের বিপক্ষে। এখন পর্যন্ত হওয়া ১৬ মৌসুমের প্রতিটিতেই খেলেছেন কার্তিক। আইপিএলে ১৫ বছরের ক্যারিয়ারে মিস করেছেন মাত্র দুই ম্যাচ। প্রথমটা ২০০৮ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এরপরে গত বছর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাঁর খেলা হয়নি। কার্তিকসহ এখন পর্যন্ত সাত ক্রিকেটার আইপিএলের প্রতিটি মৌসুমেই খেলেছেন। বাকি ছয় ক্রিকেটার হলেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা ও মনিশ পান্ডে। 

আইপিএলে এখন পর্যন্ত ২৪২ ম্যাচে কার্তিক করেছেন ৪৫১৬ রান। গড় ২৫.৮ ও স্ট্রাইকরেট ১৩২.৭। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় কার্তিক আছেন ১০ নম্বরে। ৭২৬৩ রান করে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে