টম লাথামের নেতৃত্বে প্রথম দুই ম্যাচ জিতে বিশ্বকাপের শুভসূচনা করেছে নিউজিল্যান্ড। অন্যদিকে বাংলাদেশ ১ ম্যাচ জিতেছে ও ১ ম্যাচ হেরেছে। এই দুই দলই আজ চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে। এই ম্যাচ দিয়ে অধিনায়ক হয়েই ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কেন উইলিয়ামসন। টস জিতে ফিল্ডিং নিয়েছেন উইলিয়ামসন।
দুটো দলই তাদের একাদশে একটি করে পরিবর্তে। শেখ মেহেদি হাসানের পরিবর্তে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ম্যাচে মাহমুদউল্লাহর পরিবর্তেই একাদশে এসেছিলেন মেহেদি। আর নিউজিল্যান্ডের একাদশে ওপেনার উইল ইয়ংয়ের পরিবর্তে এসেছেন কেন উইলিয়ামসন।
তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়ের সঙ্গে আছেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। অলরাউন্ডার হিসেবে খেলছেন সাকিব, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ। একাদশে আছেন তিন পেসার শরীফুল, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান
নিউজিল্যান্ডের একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটরক্ষক), রাচীন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।