হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের কোচ হতে চান না ওয়াকার

পাকিস্তানের পরবর্তী বোলিং কোচ কে হতে পারেন, তা নিয়ে গুঞ্জন চলছে অনেক দিন ধরে। ওয়াকার ইউনিসও ছিলেন সম্ভাব্য তালিকায়। তবে ওয়াকার জানালেন, কোচ হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। 

বর্তমানে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে আছেন শন টেইট। এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে টেইটের চুক্তি শেষ হবে। ওয়াকারের পরবর্তী বোলিং কোচ হওয়ার ব্যাপারে গুঞ্জন চলছিল। গতকাল তিনি সামাজিক মাধ্যমে সবকিছু পরিষ্কার করেছেন। পাকিস্তানের সাবেক এই পেসার টুইটারে বলেছেন, ‘আমার পাকিস্তানের বোলিং কোচ হওয়া নিয়ে গুঞ্জন চলছে। সবাইকে স্পষ্ট করে বলতে চাই, আমাকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। পাকিস্তানের কোচ হওয়ার কোনো ইচ্ছাও নেই।’ 

এর আগে ২০১৯-এর সেপ্টেম্বরে পাকিস্তানের বোলিং কোচ হয়েছিলেন ওয়াকার। ২০২১-এর সেপ্টেম্বরে পদত্যাগ করেছিলেন। এ ছাড়া দুবার পাকিস্তানের প্রধান কোচও হয়েছিলেন। ২০১০ থেকে ২০১১ এবং ২০১৪ থেকে ২০১৬-এই দুই মেয়াদে পাকিস্তানের কোচের দায়িত্বে ছিলেন সাবেক এই পেসার। 

১৯৮৯ থেকে ২০০৩ পর্যন্ত ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ওয়াকার। পাকিস্তানের জার্সিতে ৮৭ টেস্ট ও ২৬২ ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৯ ম্যাচে ৭৮৯ উইকেট নিয়েছেন পাকিস্তানি এই পেসার। বোলিং গড় ২৩.৭০, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৫ বার এবং ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১০ বার। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হচ্ছেন ওয়াকার। ৯১৬ উইকেট নিয়ে পাকিস্তানের শীর্ষ উইকেট সংগ্রাহক ওয়াসিম আকরাম।  

নোয়াখালী এক্সপেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী