হোম > খেলা > ক্রিকেট

সাকিব বললেন, স্কিল নয়, নাঈমের সমস্যা মনে

যে দলের ওপেনাররা যত ভালো ক্রিকেটে সেই দলের দাপট তত বেশি। যুগ যুগ ধরেই এটা হয়ে আসছে। দুর্ভাগ্য বাংলাদেশের, এক তামিমের পর নির্ভর করা যায় এমন ওপেনার পায়নি বাংলাদেশ!

ওপেনার নিয়ে দীর্ঘ এই হতাশায় সবশেষ সংযোজন মোহাম্মদ নাঈম। চলতি এশিয়া কাপে দলের চার ম্যাচের একটিতেও জ্বলে উঠতে পারেননি। গ্রুপ পর্বের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ১৬ ও ২৮ রান। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ২০ রানের পর গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ২১ বলে ৪৬ বলে করলেন ২১ রান। স্ট্রাইকরেট মাত্র ৪৫.৬৫।

উইকেটে থিতু হওয়ার পর যখনই খেলার কথা, তখনই আউট হয়ে নাঈম। শুধু এই ম্যাচেই নয়, আগের ম্যাচগুলোতেও এমনটা ঘটেছে। ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেই ফেললেন, ‘চার ম্যাচেই ও শুরু করেছে। কিন্তু এমন নয় যে (উইকেটে) গিয়েই আউট হয়ে গেছে সে।’ বারবার কেন এমন হচ্ছে? সাকিব আল হাসানের উত্তর, ‘এটা ওর স্কিলের চেয়ে মনস্তাত্ত্বিক ব্যাপার। একজন ব্যাটার যখন ২০ রান ঠিকঠাক মতো করতে পারে, তার ৮০–১০০ রান করারও সামর্থ্য আছে।’

শুধু কী নাঈম দলের অন্য ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়েও হতাশ সাকিব, ‘ নির্দিষ্ট কোনো আউট নিয়ে কথা বলে লাভ  নেই। যখন এ ধরনের ট্রিকি উইকেটে রান তাড়া করছিলাম। ওপর থেকে আমরা চারজন যদি ভালো জুটি গড়তে পারতাম, ড্রেসিংরুম অনেক শান্ত হয়ে যেত। যখনই ৪ উইকেট পড়ে গেছে ৮৩ রানে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন ছিল। যদিও একটা জুটি হয়েছে। কিন্তু ওটা আরও বড় হওয়া লাগত। ম্যাচ জেতানো ইনিংস খেলতে হতো মুশফিক ভাই আর হৃদয়কে। যেটা আসলে হয়নি।’

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া