হোম > খেলা > ক্রিকেট

কোহলিদের হারাতে পারলে বাবররা পাবেন ‘ব্ল্যাংক চেক’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের দ্বিতীয় দিনেই ভারত-পাকিস্তান মহারণ। আগামী ২৪ অক্টোবর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সেই মর্যাদার লড়াইয়ে পাকিস্তান জিততে পারলে পাবে মোটা অঙ্কের অর্থ পুরস্কার।

বিনিয়োগকারীরা এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজাকে জানিয়েছেন, ‘ব্ল্যাংক চেক’ প্রস্তুত আছে। শুধু ভারতকে হারানোর অপেক্ষা। 

পিসিবির অর্থায়নের একটা বড় অংশ নির্ভর করে ভারতের ওপর। কারণ পাকিস্তান আইসিসি থেকে যে অর্থ পায়, তার সিংহভাগ আসে ভারত থেকে। তবে এবার বড় একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান পিসিবিকে আশ্বস্ত করেছে বিশ্বকাপে বিরাট কোহলি-রোহিত শর্মাদের হারাতে পারলে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাবে বাবর আজমের দল। 

এ বিষয়ে রমিজ রাজা বলেছেন, ‘পিসিবি পরিচালিত হয় আইসিসির ৫০ শতাংশ অর্থায়নে। আর আইসিসির ৯০ শতাংশ অর্থায়ন আসে ভারত থেকে। এ জন্য আমি কিছুটা শঙ্কিত। যদি ভারত আইসিসিকে টাকা না দেয়, তাহলে পিসিবি মুখ থুবড়ে পড়বে। কারণ তখন পিসিবি আইসিসি থেকে কোনো টাকা পাবে না। তবে আমিও প্রতিজ্ঞাবদ্ধ পাকিস্তান ক্রিকেটকে আরও শক্তিশালী রূপ দেব। বড় একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আমাকে বলেছে ‘ব্ল্যাংক চেক’ প্রস্তুত আছে পিসিবির জন্য। শুধু বিশ্বকাপে ভারতকে হারাতে হবে।’ 

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট নিয়েও নতুন করে ভাবছেন রমিজ। ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি নিশ্চিত করতে পিসিবি পৃষ্ঠপোষক খুঁজছে বলেও জানিয়েছেন রমিজ, ‘আমরা ঘরোয়া ক্রিকেটারদের বেতন এক লাখ টাকা বাড়িয়েছি। কারণ আমরা নিশ্চিত করতে চাই তারা প্রতি বছর যেন কমপক্ষে ৪ মিলিয়ন রুপি (২০ লাখ টাকা) উপার্জন করতে পারে। পিসিবি এ অর্থ জোগাড়ে পৃষ্ঠপোষক খুঁজছে।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ