হোম > খেলা > ক্রিকেট

আয়ারল্যান্ডকে হারিয়ে সুখবর পেলেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে ১৫২ রানের জুটি গড়েন জ্যোতি-শারমিন। ছবি: আইসিসি

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো খেলার ছাপ পড়েছে নিগার সুলতানা জ্যোতিদের র‍্যাঙ্কিংয়ে। অধিনায়ক জ্যোতি ছাড়াও শারমিন আক্তার সুপ্তা উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৭ ও ২৯তম অবস্থানে।

আইসিসির হালনাগাদ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ব্যাটিংয়ে ১৬ ধাপ এগিয়ে ১৭তম অবস্থানে উঠে এসেছেন জ্যোতি। আর ১১ ধাপ এগিয়ে ২৯তম অবস্থানে উঠে এসেছেন শারমিন।

এই দুজনের ব্যাটিং ব্যাটিং দৃঢ়তায় থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড ২৭১ রান তুলে রেকর্ড ১৭৮ রানে জেতে বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে ৭৮ বলে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন জ্যোতি। আর ৯৪ রানে অপরাজিত ছিলেন শারমিন। তৃতীয় উইকেটে ১৫২ রানের জুটি গড়েন তাঁরা, যা বাংলাদেশের যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ। পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে শারমিন ২৪ রান করলেও জ্যোতি করেন ৫১ রান। গতকাল প্রকাশিত আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ৫৬৩ রেটিং পয়েন্ট জ্যোতির। শারমিন আক্তারের রেটিং পয়েন্ট ৫২৩।

বোলিংয়ে বাংলাদেশের রাবেয়া খান ৭ ধাপ এগিয়ে ২৩তম অবস্থানে উঠে এসেছেন। থাইল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নেওয়া ফাহিমা খাতুন ৩ ধাপ এগিয়ে আছেন ৪৮-এ। তবে দুই ধাপ অবনতি হয়েছে নাহিদা আক্তারের; ১২ নম্বরে নেমে গেছেন তিনি।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি