হোম > খেলা > ক্রিকেট

জাহানারাকে ফিরিয়েই বাংলাদেশের বিশ্বকাপ দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে জাহানারা আলম না থাকায় বিস্মিত হয়েছিলেন সবাই। সেই টুর্নামেন্ট শেষ হতেই জাহানারকে ফিরিয়ে আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি)। দেশের নারীদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ মিশনে জায়গা পেয়েছেন ২৮ বছর বয়সী পেসার।

আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বকাপের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কমনওয়েলথ বাছাইয়ে উপেক্ষিত জাহানারার ফেরা ছাড়া তেমন কোনো চমক নেই দলে। মালয়েশিয়া থেকে ফেরা সবাই যাচ্ছেন নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলতে।

আগামী ৪ মার্চ শুরু হবে নারীদের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। পরদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের অভিযান। 

কমনওয়েলথ গেমসের মূল পর্বে খেলার স্বপ্নপূরণ হয়নি বাংলাদেশের। প্রথম তিন ম্যাচ জিতলেও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যান নিগার-সালমারা। হতাশা নিয়ে ফেরেন দেশে। ঢাকায় ফিরলেও তাঁদের  ছুটিতে যাওয়ার সুযোগ নেই। আগামীকাল থেকেই মিরপুরের বিসিবি একাডেমি মাঠে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবেন তাঁরা।

কুয়ালামপুর থেকে ঢাকায় ফেরার পর পুরো দলই আছে একসঙ্গে। আগামীকাল সকালে তাঁদের করোনা পরীক্ষা করা হবে। সবার ফল নেগেটিভ এলেই শুরু হবে বিশ্বকাপের ক্যাম্প। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ। বলেছেন, ‘মালয়েশিয়া থেকে ফেরার পর আমরা কাউকে ছাড়িনি। সবাই দলের সঙ্গেই আছে। আগামীকাল  দলের প্রত্যেকের কোভিড পরীক্ষা হবে। এরপর বিশ্বকাপের ক্যাম্প শুরু করব।’ 

বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, ঋতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন ও সানজিদা আক্তার মেঘলা।

নিলামের আগেই পিএসএল জানাল, খেলবেন মোস্তাফিজ

বিমানবন্দরে জিম্বাবুয়ের তালে তালে নেচেছে বাংলাদেশ

কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন হেড

কোনো আলাপ-আলোচনা ছাড়াই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় বোর্ড

দ্রাবিড়কে ছাড়িয়ে সাঙ্গাকারা-শচীনদের তাড়া করছেন স্মিথ

স্টোকসের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের ‘ঝগড়া থামাতে’ গেলেন পাকিস্তানি আম্পায়ার

বিপিএলে আতশি কাচে সুজনও

‘বাংলাদেশে মাহমুদউল্লাহর মতো সেরা ফিনিশার আর কেউ নেই’