হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষেই এবার আফগানের রেকর্ড ভাঙলেন আফগান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

আফগানিস্তানের অধিনায়ক হিসেবে ৫ টেস্ট খেলে রেকর্ড গড়েন হাশমাতুল্লাহ শাহিদী। ছবি: এএফপি

বুলাওয়েতে সদ্য শেষ হওয়া ২০২৪ সালের বক্সিং ডে টেস্টে ২৪৬ রানের ইনিংস খেলেছিলেন হাশমাতুল্লাহ শাহিদী। এই ইনিংসটা টেস্টে আফগানিস্তানের যেকোনো ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস। এবার একই মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে নতুন এক রেকর্ড গড়েছেন আফগান অধিনায়ক।

জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট গতকাল শুরু হয়েছে বুলাওয়েতে। টস করতে নেমেই আফগানিস্তানের অধিনায়ক শাহিদী নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। টেস্টে তাঁর নেতৃত্বে আফগানরা এটা নিয়ে পঞ্চম ম্যাচ খেলছে। তাতে পেছনে পড়লেন আসগর আফগান। তাঁর নেতৃত্বে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত আফগানিস্তান খেলেছিল ৪ টেস্ট।

শাহিদীর রেকর্ড গড়ার দিনটা অবশ্য আফগানিস্তানের জন্য সুখবর হয়নি। জিম্বাবুয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে চেপে ধরে আফগানিস্তানকে। ৪৪.৩ ওভার খেলে ১৫৭ রানে অলআউট হয়েছে আফগানরা। সফরকারী দলের অধিনায়ক করেছেন ১৩ রান। ইনিংস সর্বোচ্চ ২৫ রান করেছেন রশিদ খান। জিম্বাবুয়ে এরপর ব্যাটিংয়ে নেমে ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে। বৃষ্টির বাগড়া, আলোক স্বল্পতার কারণে তাই নির্ধারিত ৯০ ওভারের জায়গায় দিনে খেলা হয়েছে ৪৭.৩ ওভার।

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ম্যাচটা আফগানিস্তানের টেস্ট ইতিহাসের ১১তম ম্যাচ। ৩ ম্যাচ জয়ের বিপরীতে হেরেছে ৬ ম্যাচ। ড্র করেছে ১ টেস্ট। সেই একমাত্র ড্রটা এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে গত বছরের ২৬ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্টে। তবে শাহিদীর নেতৃত্বে টেস্টে এখন পর্যন্ত আফগানিস্তান জয়ের মুখ দেখেনি। তাঁর নেতৃত্বে এর আগে ক্রিকেটের রাজকীয় সংস্করণে আফগানরা ৪ ম্যাচ খেলে তিনটিতে হেরেছে।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে