হোম > খেলা > ক্রিকেট

ফিরেই কাঁপাচ্ছেন সাকিব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেশাদার ক্রিকেটে আজ প্রায় এক মাস পর ফিরেছেন সাকিব আল হাসান। ব্যাটে বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যানস করছেন আবাহনীর বিপক্ষে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী এখনো অপরাজিত।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথমে ব্যাটিং পাওয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। পাঁচ নম্বরে নেমে বিপদে ফেরা শেখ জামালের হাল ধরেন সাকিব। চতুর্থ উইকেটে সৈকত আলীর সঙ্গে ৬২ রানের জুটি গড়তে অবদান রাখেন সাকিব। প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার পর অবশ্য সাকিব তাড়াতাড়ি আউট হয়েছেন। ৫৬ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৯ রান করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত তিনি। আবাহনীর উদ্বোধনী জুটি দলীয় ১০ রানে ভেঙেছে সাকিবের কল্যাণেই। চতুর্থ ওভারের পঞ্চম বলে আবাহনী ওপেনার সাব্বির হোসেনকে ফেরান সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এক রকম ‘প্রতিশোধ’ই নিয়েছেন। প্রথম ইনিংসে সাকিব যখন তানজিম সাকিবের বলে আউট হয়েছেন, তখন ক্যাচ ধরেন সাব্বির।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আবাহনী ২২ ওভারে করেছে ২ উইকেটে ১০১ রান। ৫৭ বলে ৫০ রান করে অপরাজিত এনামুল হক বিজয়। মেরেছেন ৩ চার ও ২ ছক্কা। আফিফ হোসেন ধ্রুব ২২ বলে ২০ রানে ব্যাটিং করছেন। আবাহনীর সামনে লক্ষ্য ২৬৮ রানের। ৫ ওভার বোলিং করে সাকিব ১৭ রানে নেন ১ উইকেট।

প্রথমে ব্যাটিং পাওয়া শেখ জামাল ব্যাটিংয়ে ধুঁকতে থাকে। এক পর্যায়ে দলের স্কোর হয়ে যায় ৩৫.৩ ওভারে ৭ উইকেটে ১৫২ রান। ৯ নম্বরে নামা জিয়াউর রহমানের ঝোড়ো ব্যাটিংয়েই ২৫০ পেরোতে পারে শেখ জামাল। ৫৮ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৮৫ রান করেছেন জিয়াউর। তিনিই শেখ জামালের সর্বোচ্চ স্কোরার। ৯ উইকেটে ২৬৭ রানে ইনিংস শেষ করে দলটি।

গিলক্রিস্টের ২৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙতে পারবেন তো ক্যারি

বিপিএল দেখা যাবে কোন কোন চ্যানেলে

এবারও শুরুর আগেই বিতর্কিত বিপিএল

শুরুর আগে বিপিএলের কমিটিতে পরিবর্তন আনল বিসিবি

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে