হোম > খেলা > ক্রিকেট

আমি আগামীকাল পাকিস্তানে যাচ্ছি, বললেন গেইল

১৮ বছর পর প্রথমবার পাকিস্তানে খেলতে গিয়েও ফিরে এসেছে নিউজিল্যান্ড। শুক্রবার রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে সিরিজ শুরুর আগে নিরাপত্তা হুমকি মনে করে হঠাৎ করেই সফর বাতিল করে কিউইরা। সফর বাতিলের ঘটনা ‘ভালোভাবে’ নেননি ক্রিস গেইল।

কিউইদের খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন গেইল। বিশ্বজুড়ে টি-টোয়েন্টির ফেরিওয়ালা খ্যাত ক্যারিবিয়ান তারকা সেখানে লিখেছেন, ‘আমি কালই পাকিস্তানে যাচ্ছি। আমার সঙ্গে কে যাবে?’ গেইল পোস্ট করার পর টুইটটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

টুইটটি এই মুহূর্তে পাকিস্তানের টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষে আছে। বিভিন্ন ধরনের মন্তব্য আসছে গেইলের এই এক টুইটে। অনেকেই বলছেন, ছোট্ট এই টুইটে নিউজিল্যান্ডকে ‘উচিত শিক্ষা’ দিয়েছেন বয়স্ক ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা এই বাঁহাতি ওপেনার। 

গেইলের টুইটে মন্তব্য করেছেন পাকিস্তানের খেলোয়াড়েরা। অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ লিখেছেন, ‘তোমাকে স্বাগত গেইল। তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন। পাকিস্তানের পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা।’ সদ্য সাবেক দুই পাকিস্তান কোচ মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনুসের প্রতি ক্ষোভ দেখিয়ে জাতীয় দল থেকে অবসর নেন মোহাম্মদ আমির। এই বাঁহাতি পেসার গেইলের টুইটে লিখেছেন, ‘দেখা হবে কিংবদন্তি।’ 

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব