হোম > খেলা > ক্রিকেট

‘সবার ভালোবাসা নিয়ে অবসর নিলে ভালো হতো’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কত কিছুরই না সাক্ষী হতে হচ্ছে সাকিব আল হাসানকে। মাঠ বা মাঠের বাইরে নানা ঘটনায় তাঁকে নিয়ে চলে অজস্র আলোচনা-সমালোচনা। সেই সাকিব গতকাল হুট করে অবসরের ঘোষণা দিলেন কানপুরে টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। নাজমুল আবেদীন ফাহিমের মতে তাঁর (সাকিব) অবসরটা আরও ভালোভাবে হতে পারত। 

কাকতালীয়ভাবে সাকিব গতকাল টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে  অবসরের ঘোষণা দিলেন, তাঁর কিছুক্ষণ পরই হয়েছে বিসিবি পরিচালনা পর্ষদের সভা। নতুন সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে বিসিবির সেটা পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। সে যা-ই হোক, সুদূর কানপুরের সেই টালমাটাল পরিস্থিতির ছোঁয়া মিরপুরে এসে লাগবে না, তা কী করে সম্ভব! যেখানে সাকিব অবসরের ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের অনেকে দুঃখ প্রকাশ করেছেন, কেউবা তাঁকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। 

সাকিবের গুরু ফাহিম বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন এই ব্যাপারে। বিসিবি পরিচালক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে তার অবদান আমরা সবাই জানি। হয়তো অনেকে সামনাসামনি স্বীকার করি না। সবার মনে সে কোনো না কোনোভাবে থেকে যাবে। কারও কাছে ইতিবাচকভাবে, কারও কাছে নেতিবাচকভাবে। ঘরের মাঠে শেষ টেস্ট খেলে সবার ভালোবাসা নিয়ে অবসর নিলে ভালো হতো।’

বর্তমানে বিসিবি পরিচালক হলেও ফাহিম দীর্ঘ একটা সময় কাজ করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সাকিবের ক্রিকেটার হয়ে ওঠার  হাতেখড়িও বিকেএসপিতে। সুদূর মিরপুর থেকে শিষ্য সাকিবের অবসরের ঘোষণা দেওয়ার মুহূর্তটা যেন অনুভব করতে পারছিলেন ফাহিম। যেখানে কানপুরে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিবকে আবেগপ্রবণ লেগেছে। ফাহিম বলেন, ‘আজকেও যখন তার সাক্ষাৎকার দেখছিলাম, কণ্ঠস্বর খুব স্বাভাবিক শোনা গিয়েছিল। জানি তার মনের ভেতর অনেক কিছু যাচ্ছে।’

ভারত সিরিজ শেষেই দেশে ফিরতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। ঘরের মাঠে বাংলাদেশ এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যেখানে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার কথা জানিয়েছেন সাকিব। তবে এটা নিয়ে অনেক ‘যদি কিন্তু’ রয়েছে। বিসিবির নব নির্বাচিত সভাপতি ফারুকও মিরপুরে সংবাদ সম্মেলনে গতকাল জানিয়ে দিয়েছেন, বিসিবি বাংলাদেশে সাকিবের দায়িত্ব নেবে না। 

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি