হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে ধুঁকছে উইন্ডিজ

বাংলাদেশের বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখছে উইন্ডিজ। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের মতো শুরুতে চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজও। সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চোখের পলক ফেলতে না ফেলতেই উইকেট পড়ছে উইন্ডিজের। এরই মধ্যে স্বাগতিকদের অর্ধেক উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ ১৪৮ রানের লক্ষ্য পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওভারপ্রতি ৮-এরও কম রান তুলতে হবে জিততে হলে। তবে টি-টোয়েন্টিতে উইন্ডিজ আক্রমণাত্মক ব্যাটিংয়ে যে অনেক আগে থেকেই অভ্যস্ত। সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগাচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৫ উইকেটে ৫৭ রান করেছে উইন্ডিজ।

দলীয় ১ রানেই ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের প্রথম বলে তাসকিন আহমেদকে তুলে মারতে যান ব্র্যান্ডন কিং। মিড অফ থেকে উল্টো দিকে দৌঁড়ে তানজিদ হাসান তামিম দারুণ ক্যাচ ধরেছেন।

তাসকিনের মতো শেখ মেহেদী হাসানও নিজের প্রথম ওভারে উইকেট নেওয়া একরকম অভ্যাস বানিয়ে ফেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে নিকোলাস পুরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন মেহেদী। ২ রানে ২ উইকেট হারিয়ে বেকায়দায় পড়া উইন্ডিজ এরপর পাল্টা আক্রমণ চালায় বাংলাদেশের ওপর। তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিবকে পিটিয়ে ২৫ রান নেয় স্বাগতিকেরা। এই ওভারে জনসন চার্লস ২ ছক্কা ও ১ চার মেরেছেন।

অতি আক্রমণাত্মক হতে গিয়েই নিজের উইকেটটা খুইয়েছেন চার্লস। পঞ্চম ওভারের পঞ্চম বলে মেহেদীকে তুলে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়েছেন চার্লস। ১২ বলে ২টি করে চার ও ছক্কায় চার্লস করেন ২০ রান। তৃতীয় উইকেটে রস্টন চেজের সঙ্গে চার্লস ১৫ বলে ৩১ রানের জুটি গড়তে অবদান রেখেছেন।

এক ওভার বিরতিতে এসে মেহেদী দিয়েছেন জোড়া ধাক্কা। সপ্তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে মেহেদী নিয়েছেন আন্দ্রে ফ্লেচার ও চেজের উইকেট। দুটি উইকেটেই ক্যাচ ধরেন উইকেটরক্ষক লিটন দাস। ব্যাটিংয়ের ব্যর্থতা উইকেটরক্ষক হিসেবে পুষিয়ে দিচ্ছেন তিনি। এরই মধ্যে মেহেদী পূর্ণ ৪ ওভার বোলিং করে ফেলেছেন। ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত