প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার পর বদল আসতে শুরু করেছে রাষ্ট্রীয় কাঠামোতে। পরিবর্তনের হাওয়া কি লাগবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি), এমন প্রশ্ন ক্রিকেট পাড়ায়।
ক্রিকেটার ইমরুল কায়েস আজ ফেসবুকে এক পোস্টে ক্রিকেট প্রশাসনে পরিবর্তনের ডাক দিয়ে লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কতটা ক্ষতি হয়েছে সবাই জানেন।’
ইমরুল কায়েস জাতীয় দল থেকে দূরে আছেন প্রায় পাঁচ বছর। আপাতত তাঁর ক্যারিয়ার ঘরোয়া ক্রিকেটে সীমাবদ্ধ।