হোম > খেলা > ক্রিকেট

কানাডা লিগে ‘স্যার’ রিজওয়ানের অধীনে খেলবেন বাবররা

টুর্নামেন্ট বদলাতেই যেন বদলে গেল সবকিছু। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বে খেলেছেন মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমিররা। এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রিজওয়ানের অধীনে খেলবেন বাবর-আমিররা। একই সঙ্গে রিজওয়ানকে ‘স্যার’ বলে সম্বোধন করেছেন টুর্নামেন্টের এক ফ্র্যাঞ্চাইজি। 

এবারের কানাডা লিগে ভ্যানকুভার নাইটসকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। ভ্যানকুভার গত রাতে নিজেদের ফেসবুক পেজে রিজওয়ানের অধিনায়ক হওয়ার কথা নিশ্চিত করেছে। ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, ‘গ্লোবাল টি-টোয়েন্টির চতুর্থ মৌসুমে ভ্যানকুভার নাইটস তাদের অধিনায়ক বেছে নিয়েছে। তিনি হলেন স্যার মোহাম্মদ রিজওয়ান। তাঁর দুর্দান্ত ব্যাটিং স্কিল ও দৃঢ় উইকেটরক্ষকের দায়িত্ব সামলে আমাদের শিরোপা এনে দিতে প্রস্তুত তিনি। নাইটসরা প্রস্তুত হও।’ সাত পাকিস্তানির মধ্যে এবার ভ্যানকুভারে খেলবেন চার ক্রিকেটার। রিজওয়ানের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন বাবর, আমির ও আসিফ আলি। 

শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ খেলবেন টরন্টো ন্যাশনালসে। বাংলা টাইগার্স মিসিসাউগাতে খেলবেন ইফতিখার আহমেদ। এ দুই ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে বাংলাদেশ ও পাকিস্তানি ক্রিকেটারের সমাবেশ। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি রিশাদ হোসেনকে নিয়েছে টরন্টো। মিসিসাউগায় খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম। সারে জাগুয়ার্স, ভ্যানকুভার, টরন্টো, মন্ট্রিয়ল টাইগার্স, মিসিসাউগা, ব্রাম্পটন উলভস—এই ছয় দল নিয়ে হবে ২০২৪ কানাডা টি-টোয়েন্টি লিগ। ২৫ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। 

২০১৮ থেকে শুরু করে এখন পর্যন্ত তিনবার হয়েছে গ্লোবাল টি-টোয়েন্টি, যার মধ্যে ২০১৮ সালে উদ্বোধনী মৌসুমে শিরোপা জিতেছে ভ্যানকুভার। ২০১৯ সালে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে উইনিপেগ হকস। এই আসরের রানার্সআপ ভ্যানকুভার। ২০২৩ সালে সবশেষ কানাডা লিগে সারেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মন্ট্রিয়ল। গত বছর মন্ট্রিয়লে খেলেছিলেন সাকিব। সাকিবের সাবেক দলেই এবার খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন।

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান