হোম > খেলা > ক্রিকেট

মাহমুদউল্লাহকে মুশফিকদের আবেগী বিদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্ট ক্রিকেটকে হঠাৎ বিদায় জানিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। হারারে টেস্টের তৃতীয় দিন শেষেই গুঞ্জন ওঠে অবসর নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও টেস্টর শেষ দিনে মাঠে নামার আগে তাঁকে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা। ম্যাচের পর সতীর্থরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানিয়ে লিখেছেনও।

টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, উইকেটকিপার মুশফিকুর রহিম, পেসার রুবেল হোসেন, অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজসহ অনেকেই তাদের ফেসবুক পেজে মাহমুদউল্লাহকে নিয়ে লিখেছেন।

তামিম ইকবাল লিখেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ভাই টেস্ট ক্রিকেটে আপনি বাংলাদেশকে যে সেবা দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এখন সীমিত ওভার ক্রিকেটে আপনার সঙ্গে ড্রেসিংরুমে ভালো কিছু সময় কাটানোর অপেক্ষা করছি।’

মুমিনুল হক লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার সঙ্গে খেলতে পারাটা ছিল সম্মানের বিষয়। আপনার অবদান এবং ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ।’

ওপেনার লিটন দাস লিখেছেন, ‘রিয়াদ ভাইয়ের সঙ্গে খেলতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। সাদা পোশাকে আপনাকে খুবই মিস করবো।’

পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘রিয়াদ ভাই সবসময় আমার কাছে বড় অনুপ্রেরণা। আমরা একসাথে টেস্ট অভিষেক করেছিলাম। ভবিষ্যতে আর একসাথে সাদা জার্সিতে খেলা হবে না ভেবে খারাপ লাগছে। তবে আশা করছি ওয়ানডে এবং টি২০ ক্রিকেটে আরও দীর্ঘ সময় তাকে পাব ইনশাআল্লাহ্।’

স্পিনার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘অসাধারণ চেতনার দারুণ একজন ক্রীড়াব্যক্তিত্ব। বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে আপনি টেস্ট ছেড়ে দিচ্ছেন। খেলোয়াড়, সমর্থক আর টেস্ট ক্রিকেট আপনাকে মিস করবে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আরও অনেক কিছু শিখতে চাই। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, যেখানেই নতুন চ্যালেঞ্জ নিন না কেন, সেটা উপভোগ করবেন।’

মাহমুদউল্লাহর অবসরের নিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিম অবশ্য কিছু লেখেননি। এই টেস্টে তাঁর পারফরম্যান্স নিয়ে লিখেছেন, ‘নিজের ৫০ তম টেস্টে ম্যাচ জেতানো পারফরম্যান্স আর ম্যাচসেরা হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই রিয়াদ ভাই। মাশা আল্লাহ!’

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন