হোম > খেলা > ক্রিকেট

তিয়াগি-ফিজের দুর্দান্ত বোলিংয়ে রাজস্থানের রোমাঞ্চকর জয়

হারতে হারতে জিতে যাওয়ার দারুণ এক উদাহরণ হয়ে থাকবে দুবাইয়ে হওয়া আজ আইপিএলের ম্যাচটা! শেষ ওভারের রোমাঞ্চে দুর্দান্ত এক জয় পেল মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। ১৭তম ওভারে ১৪ রান দিলেও মোস্তাফিজ দলকে ম্যাচে রাখেন ১৯তম ওভারে বোলিং করতে এসে। ১৮৬ রানের লক্ষ্যে খেলতে নামা পাঞ্জাব শেষ ওভারেও যে ৪ রানের দূরত্বটা কমাতে পারেনি, সেটার কৃতিত্ব কার্তিক তিয়াগির।

শেষ দুই ওভারে মোস্তাফিজ-তিয়াগির মুগ্ধ করা যুগলবন্দীতে ২ রানের অসাধারণ এক জয়ই পেয়েছে রাজস্থান। ১২ বলে পাঞ্জাবের দরকার ছিল ৮ রান। ম্যাচ তখন পাঞ্জাবের দিকেই হেলে গেছে। ১৯তম ওভারে মোস্তাফিজ দিলেন মোটে ৪ রান। তবু শেষ ওভারে ৪ রান কি আর কঠিন সমীকরণ? মজাটা এখানেই। দুর্দান্ত বোলিংয়ে কার্তিক তিয়াগি এই রানটা পাঞ্জাবকে করতেই দেননি। মাত্র ১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।   

ম্যাচের নায়ক তিয়াগি হলেও মোস্তাফিজও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দলের জয়ে।  যদিও ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য থাকতে হয়েছে তাঁকে। নিজের তৃতীয় ওভারে ১৪, বাকি ৩ ওভারে দিয়েছেন ১৬ রান। ফিজের বলে ক্যাচ পড়েছে দুটি। 

এর আগে বড় স্কোরই গড়েছিল রাজস্থান। ২০ ওভারে ১৮৫ লক্ষ্য দিয়েছিল পাঞ্জাবকে। রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। ৩২ রান দিয়ে পাঞ্জাবের সফলতম বোলার আর্শদীপ, নিয়েছেন ৫ উইকেট। সবাইকে ছাপিয়ে ম্যাচের নায়ক ২৯ রানে ২ উইকেট নেওয়া তিয়াগি।

 

প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে

কোহলির সেঞ্চুরির পরও সিরিজ হারল ভারত

সান্ত্বনার জয়ে বিপিএল শেষ করল ঢাকা

চিঠির জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল

ওপরে তুলেই নিচে নামিয়েন না, সাংবাদিকদের হৃদয়ের পরামর্শ

বিশ্বকাপে কি ওপেন করবেন হৃদয়

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি