ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে আগ্রহ কম এমন ভক্ত খুঁজে পাওয়াই দুষ্কর। আর ২০২৩ আইপিএল নিয়ে বাংলাদেশের ভক্তদের আগ্রহ একটু বেশিই। সাকিব আল হাসান, লিটন দাস, মোস্তাফিজুর রহমান—বাংলাদেশের এই তিন ক্রিকেটার দল পেয়েছেন ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে।
সাকিব ও লিটনকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর দিল্লি ক্যাপিটালস রেখে দিয়েছে মোস্তাফিজকে। তবে সাকিব-লিটনের এখনো অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া হয়নি ৷ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে হতে পারে বাংলাদেশের এই দুই ক্রিকেটারের। ৪ এপ্রিল মিরপুরে হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড একমাত্র টেস্ট। তবে মোস্তাফিজ টেস্ট চুক্তিতে না থাকায় তাকে এনওসি দেওয়া হয়েছে। সিলেটে আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি খেলা শেষে আইপিএল খেলতে যাবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
আগামীকাল চেন্নাই সুপার কিংস-গুজরাট টাইটানস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৬তম আইপিএল। কলকাতার আইপিএল শুরু পরশু পাঞ্জাব কিংসের বিপক্ষে। একই দিন লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে দিল্লি।
২০২৩ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ম্যাচের সূচি: