হোম > খেলা > ক্রিকেট

আফগানিস্তান সিরিজ থেকেই ডিআরএস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য একটি অংশ ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। মাঠের আম্পায়ারদের সিদ্ধান্তকে আরও নিখুঁত করে তুলতে এই প্রযুক্তির বিকল্প নেই। অথচ গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি ছাড়াই মাঠে গড়িয়েছিল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। নানা বিতর্কের মাঝে বিপিএলের শেষ অংশে বিসিবি ‘ডিআরএস’ সংযোজনের আভাস দিলেও এখন আর তা হচ্ছে না। 

শুরুর দিকে ডিআরএস প্রযুক্তি থাকলেও প্রয়োজনীয় কর্মী না থাকায় বাংলাদেশকে তা দিতে পারেনি ডিআরএস নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ‘হকআই’। যদিও বিপিএলের শেষ পর্বে ডিআরএস প্রযুক্তি যুক্ত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিল বিসিবি। কিন্তু প্রযুক্তি আসলেও টেকনিশিয়ান না থাকায় বিপিএলে তা ব্যবহার সম্ভব হচ্ছে না। তবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আফগানিস্তান সিরিজে দেখা যাবে এই প্রযুক্তির ব্যবহার। 

আজ রোববার বিসিবির এক সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এমনটাই জানান। তিনি বলেছেন, ‘ডিআরএস পরিচালনার জন্য যে যে যন্ত্রপাতি দরকার সেগুলো ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই প্রযুক্তি পরিচালনার মানুষগুলো এখনো এসে পৌঁছায়নি।’ 

তানভীর আহমেদ আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, বিপিএলের এই রাউন্ড থেকে হয়তো ডিআরএস পাব। তবে সেটা মনে হয় আর হচ্ছে না। আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকবে এটা নিশ্চিত করা হয়েছে। বিপিএলে মনে হয় আর ডিআরএস সংযোজন সম্ভব হচ্ছে না’। 

ডিআরএস প্রযুক্তি না থাকলেও বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে বিপিএলে ‘এডিআরএস’ ব্যবহার করছে বিসিবি। এর মাধ্যমে বেশ কয়েকটি ম্যাচে ইতিবাচক ফল পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে