হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার দরকার ১২১ রান, পাকিস্তানের ৭ উইকেট

ক্রীড়া ডেস্ক    

ত্রিস্তান স্তাবসের বিপক্ষে আউটের আবেদন মোহাম্মদ আব্বাসের। ছবি: এএফপি

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ১২১ রান, পাকিস্তানের ৭ উইকেট। বাকি আছে আরও দুইদিন। বৃষ্টি বাগড়া না দিলে আগামীকাল চতুর্থ দিনেই নিষ্পত্তি হতে পারে সেঞ্চুরিয়নে দুই দলের সিরিজের প্রথম টেস্ট।

তৃতীয় দিনের প্রথম সেশন গেছে বৃষ্টির পেটে। আলোকস্বল্পতার কারণে শেষটাও হয়েছে তাড়াতাড়ি। তার আগে তৃতীয় সেশনের শেষ দিকে ছড়ালো রোমাঞ্চ। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পেসার মোহাম্মদ আব্বাসের তোপে প্রোটিয়ারা দিন পার করেছে ৩ উইকেটে ২৭ রানে। আগামীকাল অধিনায়ক টেম্বা বাভুমাকে (০) নিয়ে ব্যাটিংয়ে নামবে ওপেনার এইডেন মার্করাম (২২)।

আজ ৩ উইকেটে ৮৮ রান নিয়ে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে এগিয়ে নিচ্ছিলেন বাবর আজম (৫০) ও সৌদ শাকিল (৮৪)। টেস্টে ১৯তম ইনিংসে এসে ফিফটি পাওয়া বাবরের বিদায়ে দুজনের ৭৯ রানের জুটি ভাঙতেই বিপদে পড়ে সফরকারীরা। চা বিরতির আগে পাকিস্তানের ইনিংস দাঁড়ায়—৮/২১২। সেঞ্চুরির আশা জাগালেও তৃতীয় সেশনে ফিরতে হয় সৌদকে।

বাবর ও সৌদকে ফেরান মার্কো ইয়ানসেন। ২৩৭ রানে থামা পাকিস্তানের দ্বিতীয় ইনিংসেরও সব উইকেট নিয়েছেন প্রোটিয়া পেসাররা। তার মধ্যে ইয়ানসেনের শিকার ৬।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ