হোম > খেলা > ক্রিকেট

হতশ্রী বিশ্বকাপ শেষে আইসিসির দুঃসংবাদ পেলেন সাকিব

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপটা সাকিব আল হাসানের জন্য ভুলে যাওয়ার মতোই। বোলিংয়ে টুকটাক ভালো করলেও ব্যাটিংয়ে বাজেভাবে ব্যর্থ হয়েছেন তিনি। বিশ্বকাপ ব্যর্থতার প্রভাব পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়েও।

সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে গতকাল শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। বাংলাদেশেরও বিদায়ঘণ্টা বেজে গেছে একই দিনে। নকআউট পর্ব শুরুর আগে সাপ্তাহিক র‍্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। তিন ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এখন ৬ নম্বরে  সাকিব। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২০৬। ৭ ম্যাচে ১৮.৫ গড় ও  ১০৬.৭৩ স্ট্রাইকরেটে করেছেন ১১১ রান। ৭.৫০ ইকোনমিতে নেন ৩ উইকেট।

টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের প্রথম তিনটি স্থানেই পরিবর্তন হয়েছে। ২২২ রেটিং নিয়ে শীর্ষ অলরাউন্ডার এখন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই ও তিনে থাকা মোহাম্মদ নবী ও হার্দিক পান্ডিয়ার রেটিং ২১৪ ও ২১৩।  এক ধাপ এগিয়েছেন হাসারাঙ্গা। নবী ও পান্ডিয়া এগিয়েছেন দুই ও চার ধাপ।  হাসারাঙ্গা শীর্ষে ওঠায় অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সিংহাসন খুইয়েছেন মার্কাস স্টয়নিস। তিন ধাপ পিছিয়ে এখন র‍্যাঙ্কিংয়ের চতুর্থ অলরাউন্ডার স্টয়নিস। টুর্নামেন্টের প্রথম অংশ ভালো হলেও শেষ ভাগটা আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি স্টয়নিস। সেন্ট লুসিয়ায় গত পরশু ভারতের কাছে ২৪ রানে হেরে অস্ট্রেলিয়া ছিটকে গেছে প্রথম রাউন্ডেই। ভারতের বিপক্ষে ৪ বলে করেছেন ২ রান। ২ উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেন ৫৬ রান। অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের রেটিং এখন ২১১।

সাকিব পিছিয়েছেন টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়েও। চার ধাপ পিছিয়ে তিনি অবস্থান করছেন ৪০ নম্বরে। সাকিবের অবনতি হলেও উন্নতি হয়েছে এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা দুই বোলার তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনের। এবারের বিশ্বকাপে রিশাদ ৭.৭৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। সাকিবের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক মৌসুমে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এখন রিশাদ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে অবস্থান করছেন রিশাদ। বাংলাদেশের লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৫৮৯।চার ধাপ এগিয়ে ৬৫ নম্বরে উঠে এসেছেন তানজিম সাকিব। বাংলাদেশের তরুণ পেসার এবারের বিশ্বকাপে ৬.২০ ইকোনমিতে নেন ১১ উইকেট। এবার তাঁর রেটিং ৪৬০।

টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ছয় মাস পর খুইয়েছেন সূর্যকুমার যাদব। তাঁকে হটিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে এখন ট্রাভিস হেড। তিনি এগিয়েছেন চার ধাপ। তাঁর রেটিং পয়েন্ট ৮৪৪। ২৫৫ রান করে এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। এক ধাপ পিছিয়ে সূর্যকুমার এখন দুইয়ে অবস্থান করছেন। ভারতীয় মারকুটে ব্যাটারের রেটিং পয়েন্ট ৮৪২। তিনে থাকা ফিল সল্টের রেটিং ৮১৬। ইংল্যান্ডের তারকা ব্যাটার পিছিয়েছেন এক ধাপ।

এবারের বিশ্বকাপে ৪.০৮ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। বিশ্বকাপে ছন্দে থাকা ভারতীয় পেসার আইসিসি র‍্যাঙ্কিংয়ে দিয়েছেন বড় লাফ। ৪৪ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন ২৪ নম্বরে তিনি। ৫৮৯ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ২৪ নম্বরে রিশাদ, তাসকিন আহমেদ ও বুমরা। ৭১৯ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আদিল রশিদ। দুই ও তিনে থাকা রশিদ খান ও হাসারাঙ্গার রেটিং পয়েন্ট ৬৮১ ও ৬৭৪। যেখানে রশিদ এবারের বিশ্বকাপে নিয়েছেন ১৪ উইকেট।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত