হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান সিরিজ জিতে শীর্ষে রশিদ

রশিদ খানের নেতৃত্বেই এবার আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি সিরিজ জেতে পাকিস্তানের বিপক্ষে। নেতৃত্বের সঙ্গে দুর্দান্ত বোলিংও করেছেন রশিদ। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়েও। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে এখন আফগানিস্তানের এই লেগস্পিনার।

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কৃপণ বোলিং করেছেন রশিদ। ৫.১৭ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। প্রতি ম্যাচেই একটি করে উইকেট নিয়েছেন আফগানিস্তানের এই লেগস্পিনার। রশিদ তো বটেই, শীর্ষ দশে আছেন আফগানিস্তানের আরও ২ বোলার। ১২ ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন ফজলহক ফারুকি।

৪.৭৫ ইকোনমিতে ৫ উইকেট নিয়েছেন আফগানিস্তানের এই বাঁহাতি পেসার। আর ৮ নম্বরে আছেন মুজিব-উর-রহমান। ৫.৬০ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছেন আফগান এই স্পিনার।

অলরাউন্ডার ও বোলিং র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন শাদাব খান। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় ১২ নম্বর থেকে চারে উঠে এসেছেন শাদাব। আর বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে ১২ নম্বরে এসেছেন পাকিস্তানি এই লেগস্পিনার। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অলরাউন্ড পারফরম্যান্স করে হয়েছিলেন ম্যাচসেরা। ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বরে পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম জুনিয়র আর ৫০ নম্বর থেকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জনসন চার্লস। ৯২ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৭-তে এখন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। ৩৯ বলে সেঞ্চুরি করে উইন্ডিজ ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরিয়ান এখন চার্লস।

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া