হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেই ঝামেলায় পড়ল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

ফিল্ডিংয়ের সময় চোটে পড়েছেন ফখর জামান। ছবি: সংগৃহীত

আট বছর পর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে পাকিস্তান। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ তারা খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে ম্যাচ শুরু হতে না হতেই ঝামেলায় পড়ল স্বাগতিকেরা।

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ইনিংসের দ্বিতীয় বলে শাহিন শাহ আফ্রিদিকে কাভার ড্রাইভ করেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াং। সেই বলে ইয়াং নিয়েছেন ৩ রান। তবে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বিজ্ঞাপন বোর্ডের সামনে ধপাস করে পড়ে যান ফখর জামান। সতীর্থদের ইশারায় বোঝাচ্ছিলেন তিনি (ফখর) পিঠে ব্যথা পেয়েছেন। তখন ফখরের বদলে ফিল্ডিংয়ে নামেন কামরান গুলাম।

১৪তম ওভারের সময় ফিল্ডিংয়ে ফেরেন ফখর। কিন্তু এক ওভার বিরতিতে যখন পানি পানের বিরতি দেওয়া হয়, আবার উঠে যান ফখর। পিসিবি তখন এক বিবৃতিতে বলেছে, ‘মাংসপেশির ব্যথায় ভুগছেন ফখর জামান। তাঁর চিকিৎসা চলছে। পরবর্তী আপডেট নির্ধারিত সময়ের মধ্যে জানানো হবে।’

ওয়ানডে সবশেষ তিন ইনিংসে ফখর করেছেন ১৩৫ রান। যার মধ্যে করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮ বলে ৪১ রান করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ যখন চোটে পড়লেন, তাঁকে নিয়ে ধারাভাষ্যকক্ষে রমিজ রাজা বলেন, ‘তিনি মাঠ ছেড়ে চলে গেছেন এবং অবস্থা বেগতিক মনে হচ্ছে। খুবই দুর্ভাগ্যহনক এটা। যদি ফখর জামান চোটে পড়ে, তাহলে ব্যাটিংয়ে এমন তারকা ব্যাটারের অভাব টের পাবে পাকিস্তান। এতে ভয়াবহ বিপর্যয় হবে।’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ৪৪ ওভারে ৪ উইকেটে ২৪০ রান করেছে।

বিশ্বকাপ খেলা হলো না বাংলাদেশের

আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে: ক্রীড়া উপদেষ্টা

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছিল ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ