হোম > খেলা > ক্রিকেট

মাথায় আঘাত পেয়ে রাব্বি হাসপাতালে, বদলি সোহান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

খেলছিলেন দুর্দান্ত। কবজির মোচড়ে একের পর এক বের করছিলেন বাউন্ডারি। এমন সময়ই শাহিন শাহ আফ্রিদির এক বাউন্সার আঘাত করে ইয়াসির আলী রাব্বির হেলমেটে। এরপর খেলা চালিয়ে গেলেও পরে ছাড়তে হয়েছে মাঠ। এরপর কোনো ঝুঁকি না নিতে এই ব্যাটারকে নেওয়া হয়েছে হাসপাতালে। সেখানে স্ক্যানিং করা হবে ইয়াসিরের।

দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে রাব্বিকে হাসপাতালে নেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

হাসপাতালে যেতে হওয়ায় এই টেস্টে আর দেখা যাবে না রাব্বিকে। তবে নতুন নিয়মে ‘কনকাশন সাব’ নেওয়ার সুযোগ থাকায় রাব্বির জায়গায় উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান নেমেছেন ব্যাটিং করতে। মেহেদী হাসান মিরাজ আউট হতেই তিনি মাঠে নামেন।

তৃতীয় দিনের শুরুতে মুশফিকুর রহিমকে হারিয়ে যখন বাংলাদেশ ধুঁকছিল তখন লিটন দাসকে নিয়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন এই টেস্টেই অভিষেক হওয়া ইয়াসির আলী। দুজনের ৪৭ রানের জুটিতে এগোচ্ছিল বাংলাদেশ।কিন্তু শাহিনের করা ৩০তম ওভারের পঞ্চম বলটিতে মাথায় আঘাত পান রাব্বি। আফ্রিদির শর্ট বাউন্স গিয়ে সরাসরি তাঁর হেলমেটে আঘাত করে। এরপর এক ওভার ব্যাটিং চালিয়ে গেলেও অস্বস্তিবোধ করায় মাঠ ছাড়তে হয় এই ব্যাটারকে। তার আগে ৭২ বলে ছয় বাউন্ডারিতে ৩৬ রান করেন তিনি।

প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে

কোহলির সেঞ্চুরিও পরও সিরিজ হারল ভারত

সান্ত্বনার জয়ে বিপিএল শেষ করল ঢাকা

চিঠির জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল

ওপরে তুলেই নিচে নামিয়েন না, সাংবাদিকদের হৃদয়ের পরামর্শ

বিশ্বকাপে কি ওপেন করবেন হৃদয়

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি