আগেই জানা গিয়েছিল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হচ্ছে ইউএস-বাংলা। বিপিএলের ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ট্রাভেল পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় এই বেসরকারি বিমান সংস্থা। এরই মধ্যে তিন প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর করপোরেট অফিসে আজ শনিবার চুক্তি স্বাক্ষর হয়েছে। ইউএস-বাংলা গ্রুপের প্রধান নির্বাহী অফিসার লে. জে. মোঃ মাইনুল ইসলাম (অবঃ) ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক-জনসংযোগ জনাব মো. কামরুল ইসলাম ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন এস. মুন্সিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের স্বার্থে এবং বঙ্গবন্ধু বিপিএলকে জনপ্রিয় করার লক্ষ্যেই ইউএস-বাংলা এয়ারলাইনস এবার চট্টগ্রাম চ্যালেঞ্জারর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এর আগে গত ১২ জানুয়ারি ইউএস-বাংলা এয়ারলাইনস এর কর্পোরেট অফিসে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।