কদিন আগে সাকিব আল হাসানের ঘনিষ্ঠ এক ক্রিকেটার বলছিলেন, ‘তিনি বলেই সম্ভব!’ যেভাবে অবিরত ছোটাছুটি করতে পারেন সাকিব, সে বিষয়ে বলতে গিয়েই তাঁর অমন মন্তব্য। দুই দিন আগেও ছিলেন যুক্তরাষ্ট্রে, গত পরশু দেশে ফিরেছেন। আজ সকালে গেলেন মাগুরায়। দুপুরে সেখানে রাজনৈতিক কর্মসূচি শেষে বিকেলে ধরলেন ঢাকার বিমান। সন্ধ্যায় শেখ জামাল ধানমন্ডির অনুষ্ঠানে হাজির বাঁহাতি অলরাউন্ডার।
শেখ জামালের এ অনুষ্ঠানে সাকিবের আসার মূল উদ্দেশ্য একটি ঘোষণা দেওয়া। গত তিন মৌসুমে সাকিব ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন মোহামেডানের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা আর ব্যক্তিগত কারণে নিয়মিত মোহামেডানের হয়ে খেলতে পারেননি। তাঁর দলও ভালো করেনি। গত বছর মোহামেডান জানিয়ে দেয়, সাকিব আর তাদের দলে খেলছেন না।
আজ আনুষ্ঠানিকভাবে শেখ জামাল জানিয়েছে, আগামী দুই বছরের জন্য তিনি এই দলে খেলবেন। সন্ধ্যায় ধানমন্ডির ক্লাব প্রাঙ্গণে ক্লাবের সভাপতি মোহাম্মদ সাফওয়ান সোবহান নিজেই চুক্তির ব্যাপারটি জানিয়েছেন। ক্লাবটির হয়ে আগামী দুই বছর চ্যাম্পিয়ন হওয়ার আশা ব্যক্ত করেছেন সাকিব। আজ ক্লাবটির ইনডোর উদ্বোধন করে সেখানে বিজয় দিবস উদ্যাপন ও মেম্বার নাইটস অনুষ্ঠানে যোগ দেন তাঁরা।