হোম > খেলা > ক্রিকেট

অপেক্ষা ফুরোল মাহমুদউল্লাহর 

আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদের ফেরা নিয়ে অনেক দিন ধরেই ছিল অনিশ্চয়তা। সে অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ফিরেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সেই সিরিজে রেকর্ডও করে ফেলেছেন তিনি। 

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর। মিরপুরে প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে গেছে, বাংলাদেশও ব্যাটিংয়ের সুযোগ পায়নি। এরপর ২৩ সেপ্টেম্বর একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাহমুদউল্লাহ করেছেন ৪৯ রান। তাতে ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারের স্কোর হয় ৪৯৯৯ রান। সেই মিরপুরেই আজ অপেক্ষা ফুরোল মাহমুদউল্লাহর। ইনিংসের ১৬ তম ওভারের শেষ বলে লকি ফার্গুসনকে পয়েন্টে ঠেলে নিয়েছেন ১ রান। ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৫০০০ রান করে ফেলেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশি এই ব্যাটারের লেগেছে ২২১ ম্যাচ আর ইনিংসের হিসাবে ১৯২ তম ইনিংস। মাহমুদউল্লাহর আগে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম-এই তিন বাংলাদেশি ওয়ানডেতে ৫০০০ রান করেছেন। 

তৃতীয় ওয়ানডেতে আজ মাহমুদউল্লাহ ২৭ বলে ২১ রান করে আউট হয়েছেন। তাতে ওয়ানডেতে তাঁর রান ৫০২০। আর আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লার রান ১০০৫৬। ৮৩৫৭ রান করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ রানসংগ্রাহক তামিম ইকবাল। তিনি খেলেছেন ২৪৩ ওয়ানডে। ৭৪০৬ রান করে এই তালিকায় দ্বিতীয় মুশফিকুর রহিম। ৭৩৮৪ রান করে তৃতীয় সাকিব আল হাসান। তামিম, সাকিবের কেউই খেলছেন না আজ। আর মুশফিক ১৮ রান করে আউট হয়েছেন। 

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ চার রানসংগ্রাহক: 
তামিম ইকবাল: ২৪৩ ম্যাচ; ৮৩৫৭ রান
মুশফিকুর রহিম: ২৫৬ ম্যাচ; ৭৪০৬ রান 
সাকিব আল হাসান: ২৪০ ম্যাচ; ৭৩৮৪ রান 
মাহমুদুল্লাহ রিয়াদ: ২২১ ম্যাচ; ৫০১১ রান

শুরুটা দারুণ হলেও শেষটা বাজে তাসকিনের

চুরির আগে চোর ধরার উপায় বের করেছে বিসিবি

বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার দেখেছি, রংপুর কোচ

‘নোয়াখালী বিভাগ হলে খুব ভালো হবে’

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে করবে বিসিবি

মোস্তারির টানা তিন ফিফটিতে সবার ওপরে উত্তরাঞ্চল

রেকর্ড জয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল নিউজিল্যান্ড, বাংলাদেশ কোথায়

কবে অবসর নেবেন রোহিত শর্মা

ভারতকে হারিয়ে ২১ লাখ টাকা পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা

আইসিসি কেন এই সিস্টেমের খরচ বহন করছে না, প্রশ্ন স্টার্কের