হোম > খেলা > ক্রিকেট

অল্পের জন্য বিপদ থেকে বাঁচল ভারত

ক্রীড়া ডেস্ক    

কোনোরকমে ফলোঅন এড়িয়েছে ভারত। ছবি: ক্রিকইনফো

অস্ট্রেলিয়া সফরে ভারতের ব্যাটাররা ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে ঘনঘন বৃষ্টি বাগড়া দিলেও ধপাস করে ভেঙে পড়ছে ভারতের ব্যাটিং লাইনআপ। এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে কোনো রকমে ফলোঅন এড়াল এশিয়ার দলটি।

আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আজও অস্ট্রেলিয়া-ভারত টেস্টের চতুর্থ দিনে ব্রিসবেনে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। নিয়মিত বিরতিতে বৃষ্টি এলেও দিনের খেলা হয়েছে ৫৭.৫ ওভার। অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে একটা পর্যায়ে ফলোঅনের শঙ্কা তৈরি হলেও রবীন্দ্র জাদেজার ফিফটিতে বেঁচে গেছে ভারত। হাতে ১ উইকেট নিয়ে এখনো সফরকারীরা পিছিয়ে ১৯৩ রানে।

প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫১ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। সফরকারীদের নামের পাশে তখন ১৭ ওভার। দিনের খেলা শুরুর পর তাড়াতাড়ি উইকেট হারায় ভারত। ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলে রোহিত শর্মাকে ফিরিয়েছেন প্যাট কামিন্স। ব্যর্থতার বৃত্ত থেকে এখনো বের হতে পারছেন না রোহিত। ভারতীয় অধিনায়ক করেছেন ১০ রান।

রোহিত ফিরলে ভারতের স্কোর হয়েছে ২৩.৩ ওভারে ৫ উইকেটে ৭৪ রান। সাত নম্বরে নেমে তখন দলের হাল ধরেন জাদেজা। ষষ্ঠ উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ১১৫ বলে ৬৭ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা।৪৩তম ওভারের তৃতীয় বলে রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙেন নাথান লায়ন। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে রেখে ওপেনার রাহুল করেছেন ৮৪ রান। ১৩৯ বলের ইনিংসে মারেন ৮ চার।

সপ্তম উইকেটে এরপর নীতিশ কুমার রেড্ডির সঙ্গে ১০৪ বলে ৫৩ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা। এই জুটি গড়ার মাঝেই জাদেজা টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নিয়েছেন। ৬০তম ওভারের পঞ্চম বলে রেড্ডিকে বোল্ড করে জুটি ভাঙেন কামিন্স। আক্রমণাত্মক ব্যাটিংয়ে অভ্যস্ত রেড্ডি এই ম্যাচে ৬১ বলে করেন ১৬ রান।

রেড্ডির বিদায়ের পর ছোটখাটো ধস নামে ভারতের ইনিংসে। ১৯ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর হয়ে যায় ৯ উইকেটে ২১৩ রান। ৬৬তম ওভারের শেষ বলে জাদেজাকে ফিরিয়ে জুটি ভাঙেন কামিন্স। ১২৩ বলে ৭ চার ও ১ ছক্কায় জাদেজা করেন ৭৮ রান।

জাদেজা ফেরার পরও ফলোঅন এড়াতে ভারতের প্রয়োজন ৩৩ রান। সফরকারীরা দিনের খেলা শেষ করেছে ৭৪.৫ ওভারে ৯ উইকেটে ২৫২ রানে। দশম উইকেটে আকাশ দীপ ও জসপ্রীত বুমরা ৫৪ বলে ৩৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। ৭৫তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে কামিন্সকে চার ও ছক্কা মেরেছেন আকাশ।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা