হোম > খেলা > ক্রিকেট

বিপিএলে দর্শকদের জন্য থাকছে এবার ‘বিশেষ সুবিধা’

আজকের পত্রিকা ডেস্ক­

২০২৫ বিপিএলের পৃষ্ঠপোষকদের নাম আজ ঘোষণা করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সমালোচনার শেষ নেই। প্রতি আসরেই কোনো না কোনো ঝামেলা লেগে থাকে টুর্নামেন্টে। খেলা দেখতে এসে দর্শকও নানা রকম সমস্যায় পড়েন। এবার দর্শকদের জন্য ‘বিশেষ সুবিধা’ থাকবে বলে জানিয়েছেন বিসিবির বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

১১তম বাংলাদেশ প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের (বিপিএল) গ্রাউন্ড ব্র্যান্ডিং স্বত্ব এবার পেয়েছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। জানা গেছে, ৫ কোটি টাকায় ইমপ্রেস মাত্রা কনসর্টিয়াম এই ব্র্যান্ডিং স্বত্ব ডাচ-বাংলা ব্যাংক পিএলসির কাছে বিক্রি করেছে। এবারের বিপিএলের অফিশিয়াল নাম হবে ‘ডাচ-বাংলা ব্যাংক বিপিএল টি-টোয়েন্টি, পাওয়ার্ড বাই রকেট’। নেক্সাসপে থাকছে সহপৃষ্ঠপোষক হিসেবে। মিরপুরে আজ বিসিবির মিডিয়া কনফারেন্স রুমে পৃষ্ঠপোষকদের নাম ঘোষণা অনুষ্ঠানে ফাহিম বলেন, ‘বিপিএলকে আরও মনোরম ও দর্শকবান্ধব করতে আমরা কাজ করছি। আমরা চাই বিপিএলের মাধ্যমে দেশের মানুষ যেন ক্রিকেটের প্রতি আরও আকৃষ্ট হয়। আসরটি যেন তাদের জন্য একটি আনন্দময় উপলক্ষ হয়ে ওঠে।’

এবারের বিপিএলে মাঠের পরিবেশ উন্নত করতে বিসিবি বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন ফাহিম। বিসিবি পরিচালক বলেন, ‘মাঠে দর্শকদের বিনা মূল্যে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তাদের আর পানির জন্য অর্থ ব্যয় করতে না হয়। পাশাপাশি, খাবারের মান বিবেচনা করে সহনীয় দামে সেগুলো বিক্রি করার জন্য আমরা আলোচনা করব সংশ্লিষ্টদের সঙ্গে।’

আইপিএলসহ বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে থাকে। এখানেই বিপিএল অনেকটা পিছিয়ে। বিপিএলের অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারণামূলক কার্যক্রম সীমিত। কয়েক দিন আগে হওয়া ড্রাফটের কিছু স্থিরচিত্র ছাড়া সেখানে তেমন কোনো প্রচারণা চোখে পড়েনি। এ ব্যাপারে জানতে চাইলে ফাহিম বলেন, ‘প্রচার কার্যক্রম শুরু করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। খুব শিগ্‌গির আপনারা বিপিএলের নিয়মিত আপডেট দেখতে পাবেন। আমাদের দল এরই মধ্যে কাজ শুরু করেছে। বিপিএলের সবশেষ খবর দর্শকদের কাছে পৌঁছে দিতে নিয়মিত চেষ্টা করছি।’ এমনকি মাঠে এলইডি বোর্ড স্থাপন করা হবে বলে বিসিবি জানিয়েছে।

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী