হোম > খেলা > ক্রিকেট

বাবর একজন প্রতারক, বললেন শোয়েব আখতার

ক্রীড়া ডেস্ক    

বাবরকে ধুয়ে দিলেন শোয়েব আখতার। ছবি: এক্স

ছন্দে না থাকলেও বাবর আজমকে নিয়ে ভরসার কমতি ছিল না। ব্যাটিং লাইনআপে দলের সবচেয়ে অভিজ্ঞ তিনি। তাই ভারতের বিপক্ষে তিনি জ্বলে উঠবেন এমনটাই প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু আরও একবার লিখলেন হতাশার গল্প।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। বিরাট কোহলির সেঞ্চুরিতে ২৪২ রানের লক্ষ্য অনায়াসেও পেরিয়ে যায় তারা। কোহলির সঙ্গে বাবরের তুলনা হরহামেশাই করা হয়ে থাকে। গতকাল যদিও তুলনা করার মতো কিছু ছিল না। কেননা বাবরের ব্যাট থেকে আসে কেবল ২৩ রান। এ যেন ভক্তদের প্রত্যাশার সঙ্গে প্রতারণা।

ম্যাচ শেষে ক্ষুব্ধ হয়ে তাই বাবরকে প্রতারকই বললেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার, ‘আমরা সবসময়, কোহলির সঙ্গে বাবরের তুলনা করি। এখন আমাকে বলুন কোহলির নায়ক কে? শচীন টেন্ডুলকার এবং শচীন ১০০টি সেঞ্চুরি করেছে। কোহলি তাঁর পথেই হাঁটছে।’

পাকিস্তানের এক টিভি শোতে বাবর আরও বলেন, ‘বাবর আজমের নায়ক কে? টুক টুক। তুমি ভুল নায়ককে বেছে নিয়েছ। তোমার চিন্তা-ভাবনাই ভুল। শুরু থেকেই তুমি একজন প্রতারক। পাকিস্তান ক্রিকেট নিয়ে আমার কোনো কথাই বলতাম না। টাকা পাচ্ছি বলেই কথা বলতে হচ্ছে। এনিয়ে কথা বলা মানেই সময় নষ্ট করা। এই অধঃপতন আামি ২০০১ সাল থেকেই দেখে আসছি। আমি এমন অধিনায়ক দেখেছি, যাঁদের ব্যক্তিত্ব দিনে তিনবার বদলায়।’

চ্যাম্পিয়নস ট্রফির আগে খুব একটা ছন্দে ছিলেন না কোহলিও। কিন্তু পাকিস্তান বলে কথা, প্রিয় প্রতিপক্ষের সামনে আর নীরব থাকেনি তাঁর ব্যাট। শোয়েব বলেন, ‘আমরা অতীতেও এমনটা দেখেছি। কোহলিকে পাকিস্তানের বিপক্ষে খেলতে বললে, সে সেঞ্চুরি করবেই। তাকে টুপি খোলা সম্মান, সে একজন সুপারস্টার। রান তাড়ায় সেরা এবং আধুনিক ক্রিকেটের কিংবদন্তি। তাকে নিয়ে আমি খুবই খুশি। সব প্রশংসাই প্রাপ্য তার জন্য।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট