হোম > খেলা > ক্রিকেট

সেই হাথুরু এখন কী করছেন, যা দেখলেন ইমরুল

আজকের পত্রিকা ডেস্ক­

হাথুরুর সঙ্গে অস্ট্রেলিয়ায় হঠাৎ দেখা হয়ে গেল ইমরুল কায়েসের। ছবি: ফেসবুক

চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায় শেষ গত বছরের অক্টোবরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বরখাস্ত করার পর হাথুরু চলে গেছেন তাঁর আগের ঠিকানা সিডনিতে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী শহরে থাকায় ইমরুল কায়েসের সঙ্গে দেখা হয়ে গেল হাথুরুর।

হাথুরুর সঙ্গে হঠাৎ দেখা হওয়ার পর তাঁর সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন ইমরুল। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ক্যাপশন দিয়েছেন, ‘চেনা চেনা মনে হয় তবু অচেনা।’ সঙ্গে এমন কিছু ইমোজি যোগ করেছেন যা সেই মুহূর্তকে আরও মজার করে তুলেছে। হঠাৎ দেখায় হাথুরুর সঙ্গে কী কথা হলো, সেটা বলতে গিয়ে ইমরুল হেসেই দিলেন। আজকের পত্রিকাকে ৩৮ বছর বয়সী বাংলাদেশি ব্যাটার বলেন, ‘তেমন কিছু নয়।এমনিই জিজ্ঞেস করেছেন, তোমরা কেমন আছো? তোমার দেশের পরিস্থিতি কী? এসবই।’

নিউ সাউথ ওয়েলসের রাজ্য ক্রিকেট সংস্থা এনএসডব্লিউয়ে কাজ করার ব্যাপারে হাথুরুর কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন ইমরুল। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘হাথুরুসিংহে এমনিতেই এনএসডব্লিউতে কোচিং করান। যেটা মনে হলো, তিনি ব্যক্তিগতভাবে কোচিং করান। যারা প্রাইভেট সেশন নেন, তাদের কোচিং করান। একই সঙ্গে আমার মনে হলো, এখানে কোনো চাকুরিতে তিনি ঢুকবেন। এসব দেশে চাইলেই তো আপনি ঢুকতে পারেন না। এখানে যখন ফাঁকা হয়, তখন ঢুকতে হয়।’

হাথুরুর সঙ্গে অস্ট্রেলিয়ায় ছবি তুলে সেগুলো পোস্ট করেছেন ইমরুল কায়েস। ছবি: ফেসবুক

কদিন আগে ব্রেট লির সঙ্গে ইমরুলের তোলা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া প্রায় সময়ই বাংলাদেশ-অস্ট্রেলিয়া-বাংলাদেশ ইমরুলকে ভ্রমণ করতে হয়। অস্ট্রেলিয়া তাঁর কাছে ‘দ্বিতীয় বাড়ি’র মতোই। ইমরুল বলেন, ‘আমি তো অস্ট্রেলিয়ায় ৫০-৬০ শতাংশ এসেই পড়েছি। এখন আসা-যাওয়ার মধ্যেই থাকি। এই করতে করতেই চলে আসব আর কি। এখানে একাডেমি করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। দোয়া কইরেন।’

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত