ব্যাটে রান পাচ্ছিলেন না অনেক দিন ধরেই। সঙ্গে বোলিংটাও ভালো হচ্ছিল না সাকিব আল হাসানের। দুইয়ে মিলিয়ে সমালোচনার তীর তীক্ষ্ণভাবে ধেয়ে আসছিল তাঁর দিকে। ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ তো তাঁর চাঁচাছোলা সমালোচনাই করে বসলেন।
এমনকি সাকিবকে অবসর নেওয়ার কথাও বলেছেন শেবাগ। তবে সব সমালোচনার জবাব মুখে না দিয়ে গতকাল মাঠেই দিয়ে দিলেন বাংলাদেশি অলরাউন্ডার। দুর্দান্ত এক ফিফটি করে দলকে ২৫ রানের দারুণ এক জয় এনে দিয়েছেন তিনি। তাঁর ম্যাচ-সেরা অপরাজিত ৬৪ রানের ইনিংসেই বাংলাদেশের সুপার এইটে জায়গা পাওয়ার পথ মসৃণ হয়েছে।
বাংলাদেশকে ম্যাচ জেতানো ইনিংস খেলানোর জন্য এখন প্রশংসায় ভাসছেন সাকিব। এই তালিকায় আছেন ভারতের আরেক সাবেক ওপেনার ও উইকেটরক্ষক ব্যাটার পার্থিব প্যাটেল। তিনি ক্রিকবাজকে বলেছেন, ‘তাদের (বাংলাদেশের) প্রয়োজন ছিল মূল খেলোয়াড়দের ব্যাটে-বলে ভালো কিছু করা। তারা ভালোও করেছে। তাদের এলিট অলরাউন্ডার সাকিব আল হাসান এই ম্যাচে বরং বাংলাদেশকে হতাশ করেনি।’
সাকিবের প্রশংসা করে সামাজিক মাধ্যমে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘চ্যাম্পিয়নদের নিয়ে শেষটা লিখতে নেই!! দুর্দান্ত সাকিব। আর দারুণ জয়ের জন্য অভিনন্দন বাংলাদেশ।’ আর সাকিবের একটি ছবি দিয়ে এক শব্দে বাংলাদেশি অলরাউন্ডারের সক্ষমতাকে বুঝিয়েছেন তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘বিশ্বাস।’ অর্থাৎ, সাকিবের ওপর যেন বিশ্বাস রাখতে বলেছেন তিনি।