হোম > খেলা > ক্রিকেট

পিএসএল বয়কটের হুমকি দিলেন রশিদ খান

ক্রীড়া ডেস্ক    

লাহোর কালান্দার্সের ট্যাগ মুছে ফেলেছেন রশিদ। যেন পিএসএল থেকে সরে যাওয়ার বার্তাই দিলেন তিনি। ছবি: এক্স

তিন ক্রিকেটার নিহত হওয়াকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ খান। এই হামলাকে অনৈতিক ও বর্বরোচিত বলে উল্লেখ করেছেন তারকা লেগস্পিনার। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বয়কটের হুমকি দিয়ে রাখলেন রশিদ।

নিজের এক্স হ্যান্ডলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ছাড়াও একাধিক ফ্র্যাঞ্চাইজির ট্যাগ রেখেছিলেন রশিদ। এর মধ্যে পিএসএলের দল লাহোর কালান্দার্সের ট্যাগও ছিল। কিন্তু তিন ক্রিকেটার নিহত হওয়ার পর এ ট্যাগটি মুছে ফেলেছেন রশিদ। বলার অপেক্ষা রাখে না, এটা পাকিস্তানের প্রতি তারকা ক্রিকেটারের আরও একটি প্রতিবাদ।

পিএসএলের ২০২০ সালের আসর থেকে লাহোরের হয়ে খেলে আসছিলেন রশিদ। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তিনবার শিরোপা জিতেছেন তিনি। কিন্তু প্রতিবেশী দেশটির সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ায় পিএসএল থেকে সরে যাওয়ার বার্তাই যেন দিলেন রশিদ।

এক বিবৃতিতে এসিবি দাবি করে, পাকিস্তানের বিমান হামলায় আরগুন জেলায় তিন ক্রিকেটার নিহত হয়েছেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেন রশিদ। তিনি লিখেছেন, ‘পাকিস্তানের বিমান হামলায় যেসব বেসামরিক মানুষ নিহত হয়েছে, তাদের জন্য আমি শোক জানাচ্ছি। এই মর্মান্তিক ঘটনায় উঠতি ক্রিকেটার, শিশু, নারীদের প্রাণ গেছে। এটা বর্বর ও অনৈতিক কাজ। যেসব ক্রিকেটার প্রাণ হারিয়েছে, তারা বিশ্বমঞ্চে আফগানিস্তানের প্রতিনিধত্ব করার স্বপ্ন দেখছিল।’

তিন ক্রিকেটার নিহত হওয়াকে কেন্দ্র করে পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে এসিবি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রশিদ। সময়ের অন্যতম সেরা এই স্পিনার আরও লিখেছেন, ‘পাকিস্তানের হামলায় নিরীহ মানুষ নিহত হওয়ার ঘটনায় এসিবি পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ বাতিল করেছে। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। কঠিন সময়ে আমি দেশের মানুষের পাশে আছি। জাতীয় মর্যাদাকে সব সময় সবকিছুর ওপরে রাখতে হবে।’

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’