হোম > খেলা > ক্রিকেট

‘ভাইয়ের সঙ্গে বোলিং করে অনেক ভালো লেগেছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নতুন নাহিদ রানা। হাসান মাহমুদ অবশ্য বেশ কিছু সীমিত ওভারের ম্যাচ খেলেছেন। তবে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট ছিল দুজনের জন্যই সাদা পোশাকে দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশকে সেই টেস্ট জেতাতে দুই পেসারই রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আর সেটি সম্ভব হয়েছে পারস্পরিক সহযোগিতায়।

মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নাহিদকে অভিজ্ঞতা দিয়ে বেশ সাহায্য করেছেন দলের অন্য দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান। আজ বিসিবির ভিডিও বার্তায় সেই অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি, ‘ভাইয়ের (হাসান) সঙ্গে বোলিং করে অনেক ভালো লেগেছে। যখন আমি বোলিং করি, শুরুর দিকে একটু ব্যাকফুটে ছিলাম। ভাইয়া ও শরীফুল ভাই দুজনে মিলে বুঝিয়েছে, লাইন-লেন্থ ঠিক করে বোলিং করতে। আমি যখন এক স্পেলের পর আরেক স্পেলে বোলিংয়ে আসছি, দুজনে বুদ্ধি দিয়েছে। এটা-ওটা করলে কী হয় এসব বলে অনেক সাহায্য করেছে।’

সতীর্থ পেসারকে নিয়ে আশাবাদী হাসানও। সেই ভিডিও বার্তায় তিনিও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের চাপটাই ভিন্ন। সে হিসেবে ও (নাহিদ) খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। যত তাড়াতাড়ি ও খাপ খাইয়ে নিতে পারবে, ওর জন্য ভালো। আমরা চেষ্টা করছি, ওকে যত গোছানো যায় ম্যাচের মধ্যে। ওকে সাহস দেওয়া, অনুপ্রাণিত করা, সবকিছু মিলিয়ে ও যাতে ম্যাচে ভালো করতে পারে এটাই চেষ্টা করি।’

বাংলাদেশি পেসাররা রাওয়ালপিন্ডি টেস্টে উইকেট নিয়েছে ৭টি। অনুশীলনে ভালো করার প্রভাবটাই ম্যাচে রাখতে পেরেছেন মনে করেন হাসান, ‘আমরা পেসাররা সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি অনুশীলনে, এর প্রভাবটাই আসলে ম্যাচে পড়েছে। দেখা গেছে, দুই পাশ থেকে আমি শরীফুল বোলিং করছি, পরে রানা আসল। ও আমাদেরকেও সাহায্য করেছে। দলের জন্য তার অনেক অবদান ছিল।’

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট