হোম > খেলা > ক্রিকেট

ব্যাটিংকেই মাথাব্যথার কারণ মনে করছেন বাংলাদেশ কোচ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বোলিং ইউনিট হিসেবে যেকোনো প্রতিপক্ষের সঙ্গে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু বরাবরই ব্যাটিংটা চিন্তার কারণ হয়েছে তাঁদের। ব্যাপারটা ভাবাচ্ছে বাংলাদেশ দলের কোচ হাসান তিলকরত্নেকেও।

আগামীকাল সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে তিলকরত্নে ব্যাটিং নিয়ে এই চিন্তার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ব্যাটিং একটি বড় চিন্তার কারণ। ওরা উইকেটে থিতু হয়ে আউট হয়ে যাচ্ছে। সবচেয়ে কঠিন কাজ হলো থিতু হওয়া। ভালো শুরু পাওয়ার পর আপনি উইকেট ছুড়ে আসতে চাইবেন না। দ্বিতীয় ম্যাচে ২৯ ওভার শেষে ৩ উইকেটে ১০৩ রান। আমরা ভাবছিলাম চাহিদার সমান্তরালেই আছি। কিন্তু ওই সময় দুর্ভাগ্যবশত পিংকির উইকেট হারানো আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।’ 

দ্বিতীয় ওয়ানডেতে চতুর্থ উইকেটে ফারজানা হক পিংকি ও রিতু মনির দারুণ এক জুটির পর বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। ১৪ রানে ৬ উইকেট হারিয়ে বড় ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ। ব্যাটিং নিয়ে ভাবার কথা জানিয়ে তিলকরত্নে আরও বলেছেন, ‘হ্যাঁ, আমরা ব্যাটিং নিয়ে ভাবছি। বড় চিন্তার জায়গা হলো অনেক বেশি ডট বল খেলা। এ ছাড়া প্রথম পাওয়ার প্লেতেও আমরা অনেক পিছিয়ে থাকছি। আমাদের আলোচনা হয়েছে। আমি নিশ্চিত, তারা আগামীকাল ভালো পারফরম্যান্স নিয়ে আসবে।’ 

আগামীকাল শেষ ওয়ানডে জিতে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিলকরত্নে। দল ঘুরে দাঁড়াবে জানিয়ে তিনি বলেছেন, ‘মেয়েরা আত্মবিশ্বাসী (ঘুরে দাঁড়াতে) ৷ দ্বিতীয় ম্যাচটি আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি। এরপর আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আমরা কিছু পরিকল্পনা নিয়ে এসেছি। এখন পারফরম্যান্সের দায়িত্ব ওদের। ক্রিকেটাররা খুব আত্মবিশ্বাসী। আশা করছি, কাল ভালো পারফরম্যান্স নিয়ে ঘুরে দাঁড়াবে।’

মোস্তাফিজের ‘অসম্মান’ মানতে পারছে না বিসিবি

‘যে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের সম্মান নেই, সেটা দেখারও দরকার নেই’

বাংলাদেশের চাপে বিশ্বকাপের নতুন সূচি তৈরি করছে আইসিসি

নাসুমের ঘূর্ণিতে বিধ্বস্ত নোয়াখালী, জয়ে ফিরল সিলেট

রুটের সেঞ্চুরির পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

আমিরাতে রানার্সআপ হয়েও ভক্তদের হৃদয় জিতলেন সাকিব

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের

ক্রিকেটকে বিদায় জানিয়ে শফিউল বললেন, অবহেলার শিকার হয়েছি

আইপিএল ইস্যুতে মোস্তাফিজের এখন কী অবস্থা, জানালেন সোহান

‘মোস্তাফিজের মতো আইপিএলের লোগো থেকেও মাশরাফিকে ভারত সরিয়ে ফেলবে’