হোম > খেলা > ক্রিকেট

ডমিঙ্গো-আমলার সঙ্গে কাজ করবেন ডোনাল্ড 

রাসেল ডমিঙ্গো, অ্যালান ডোনাল্ড-দুই দক্ষিণ আফ্রিকান বাংলাদেশের কোচিং প্যানেলে ছিলেন গত বছর। ডমিঙ্গো ছিলেন প্রধান কোচ আর পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন ডোনাল্ড। আবারও একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে দুই প্রোটিয়াকে। 

২০২৩ বিশ্বকাপ দিয়েই বাংলাদেশের সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় ডোনাল্ডের। যেখানে গত ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরপর দুই সপ্তাহ পেরোনোর আগেই নতুন দল ডিপি ওয়ার্ল্ড লায়নসের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন ডোনাল্ড। ডিপি ওয়ার্ল্ড তাদের ইনস্টাগ্রামে এক বিবৃতিতে লিখেছেন, ‘প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড ডিপি ওয়ার্ল্ড লায়নসের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। আপনাকে স্বাগত অ্যালান।’ ডিপি ওয়ার্ল্ড লায়নসের প্রধান কোচের দায়িত্বে আছেন ডমিঙ্গো। এই দলের ব্যাটিং কোচ হচ্ছেন হাশিম আমলা। ২০১৯ এর আগস্ট থেকে ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন ডমিঙ্গো। আর আমলা ২০১৯ বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছেন। 

২০২২-এর ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে দেড় বছরেরও বেশি সময়ের পথচলা ছিল ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার আসার পরই যেন বদলে যেতে থাকে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। শরীফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদদের মতো তরুণ পেস বোলাররা উঠে এসেছেন। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরাও নিজেদের হারানো ছন্দ খুঁজে পেয়েছেন। যেখানে গত ২০ মাসে (২০২২-এর ১ মার্চ থেকে ২০২৩-এর ১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশের পেসারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ ৪০ উইকেট পেয়েছেন। ডোনাল্ড পরে আর চুক্তি নবায়ন করেননি।

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি