হোম > খেলা > ক্রিকেট

দুই লঙ্কান ওপেনারে হতাশার সেশন বাংলাদেশের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মধ্যাহ্নভোজের বিরতির পর আর ৪ রান যোগ করে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। সেশনের বাকি অংশে দাপট দেখালেন শ্রীলঙ্কার দুই ওপেনার। বাংলাদেশের ৩৬৫ রানের জবাব দিতে নেমে বিনা উইকেটে ৮৩ রান তুলেছে লঙ্কানরা। ঘুরেফিরে পাঁচ বোলার বোলিং করলেও উইকেট এনে দিতে পারেননি কেউই।

৩১ রানে অপরাজিত থেকে শেষ সেশনের ব্যাটিংয়ে নামবেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তাঁর সঙ্গী ওশাদা ফার্নান্দো অপরাজিত আছেন ৫১ রানে। সাকিব আল হাসানকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূরণ করেন ওশাদা। অবশ্য সাকিবের আগের ওভারে ক্যাচ আউট থেকে বেঁচে যান এই ওপেনার। জোরের ওপর মারা বলটায় হাত ছোঁয়ালেও তালুবন্দী করতে পারেননি সাকিব। তখন ওশাদার রান ৪৩। বেঁচে যাওয়া ইনিংসটা কতদূর এগিয়ে নিতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

এর আগে তাইজুল ইসলামের বলে বাংলাদেশের রিভিউতে ‘আম্পায়ার্স কলে’ বেঁচে যান ওশাদা। তাইজুলের বলটা মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়ার সময় আঘাত হানে ওশাদার প্যাডে। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। রিপ্লেতে দেখা যায়, বাঁক নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভালোভাবেই অফ স্টাম্প ছুঁয়ে যেত বলটা। তখন ওশাদার রান ৩৯।

লঙ্কানদের প্রথম ইনিংসের ২২ ওভারে বাংলাদেশ বোলারদের উইকেটের সুযোগ তৈরি বলতে এটুকুই। সফরকারীরা এখনো পিছিয়ে আছে ২৮১ রানে। দিনের শেষ সেশনে দ্রুত উইকেট ফেলতে না পারলে মুমিনুল হকদের কপালে পড়তে পারে চিন্তার ভাঁজ।

কেন ব্যর্থ বাজবল

রুদ্ধশ্বাস জয়ের পরও তলানিতে তাসকিনরা

শুরুটা দারুণ হলেও শেষটা বাজে তাসকিনের

চুরির আগে চোর ধরার উপায় বের করেছে বিসিবি

বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার দেখেছি, রংপুর কোচ

‘নোয়াখালী বিভাগ হলে খুব ভালো হবে’

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে করবে বিসিবি

মোস্তারির টানা তিন ফিফটিতে সবার ওপরে উত্তরাঞ্চল

রেকর্ড জয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল নিউজিল্যান্ড, বাংলাদেশ কোথায়

কবে অবসর নেবেন রোহিত শর্মা