হোম > খেলা > ক্রিকেট

সিলেটে কেন তামিমরা, ব্যাখ্যা দিলেন হাথুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাল থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ দলের তিন দিনের অনুশীলন ক্যাম্প। আজ সন্ধ্যায় তামিম ইকবালরা চলে যাবেন সেখানে। ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্যই মূলত এই ক্যাম্প। তবে সিলেটকে কেন ক্যাম্পের জন্য বেছে নেওয়া হয়েছে, আজ সেই ব্যাখ্যা দিলেন বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। 

আজ মিরপুরে সাংবাদিকদের হাথুরুসিংহে বলেন, ‘আমরা যখন সিলেটে খেললাম, মনে হলো ইংল্যান্ডের উইকেটের সঙ্গে এখানকার কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হলো সেখানেই অনুশীলন করা উচিত। এ ছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। তা ছাড়া সিলেটে ইংল্যান্ডের মানের উইকেট পাব।’ 

আগামী মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে হবে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হাথুরুর ভাবনায় শুধু আয়ারল্যান্ড সিরিজ নয়, সব দিক থেকেই নিজেদের উন্নতির জন্য ফল দেবে অনুশীলন ক্যাম্প। বাংলাদেশ কোচ বললেন, ‘শুধু ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে ভাবছি না, আমাদের নিজেদের সব দিকে উন্নতির জন্য। আমরা প্রতিপক্ষ ও ফল নিয়ে চিন্তা করছি না। আমরা উন্নতি খুঁজছি, সেটা যেখানেই খেলি না কেন।’ 

হাথুরু যোগ করেন, ‘সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, বিশেষ করে ঘরের বাইরে বেশি খেলতে হবে। এ কারণে উন্নতি করতে সিলেটকে বেছে নেওয়া, আর কিছু নয়।’

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়