হোম > খেলা > ক্রিকেট

তাইজুলের ক্যাচ মিসের মাশুল দিচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেঘলা আকাশ, ভেজা আউটফিল্ড, কাভারে ঢাকা পিচ বরাবরই পেসারদের সহায়তার হাত বাড়িয়ে দেয়। ঘূর্ণিঝড় জাওয়াদের চোখরাঙানি সামলে শুরু হওয়া মিরপুর টেস্টের চতুর্থ দিনে সেসব সুযোগই নিচ্ছিলেন বাংলাদেশের পেসাররা।

প্রথম ৫ ওভারের মধ্যে আজহার আলী (৫৬) ও বাবর আজমের (৭৬) গুরুত্বপূর্ণ উইকেট দুটি তুলে নিয়ে পাকিস্তানকে বড়সড় ধাক্বাই দিয়েছিলেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

এতক্ষণে আরও দুবার উইকেট-প্রাপ্তির উল্লাস করতে পারত বাংলাদেশ। প্রথমবার ফাওয়াদ আলম ক্যাচ দিলেও আবেদন করেনি মুমিনুল হকের দল। পরেরবার ফাইন লেগে ক্যাচ দিলেও তাইজুল ইসলাম তালুবন্দী করতে না পারায় বেঁচে যান মোহাম্মদ রিজওয়ান। মাঝে দুবার রিভিউ নিয়ে টিকে গেছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার। 

রিজওয়ানকে আউট করতে বেশ ভালোই ফাঁদ পেতেছিলেন ইবাদত। ফাইন লেগে ফিল্ডার সেট করে ৮৯ ওভারের তৃতীয় ডেলিভারিটা করেছিলেন শর্ট। পুল করতে গিয়ে টপ এজ হলে মনে হচ্ছিল টোপটা গিলতেই যাচ্ছেন রিজওয়ান। কিন্তু তাইজুলের দুহাতেও বলটা জমাতে পারলেন না। তাই প্রথম সেশনের দুটি উইকেটই স্বাগতিকদের প্রাপ্তি হয়ে রয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৮৪ রান। জীবন পাওয়া দুই ব্যাটারই উইকেটে জমে গেছেন। ফাওয়াদ অপরাজিত ৩৭ রানে। বোলারদের ওপর একটু চড়াও হওয়া রিজওয়ান তুলে নিয়েছেন ফিফটি। 

পাকিস্তানের পঞ্চম উইকেট জুটি ভাঙতে দ্বিতীয় সেশনের শুরু থেকেই সাকিব আল হাসানকে বোলিংয়ে এনেছেন মুমিনুল। তবে সাকিবকে সাবলীলভাবে সামলাচ্ছেন ফাওয়াদ-রিজওয়ান।

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা