হোম > খেলা > ক্রিকেট

সাকিবের সতর্কতা মানেননি সোহান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্রিসবেনের গ্যাবায় ৩ রানের জয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে ইনিংসের শেষ দিকে ম্যাচটা রোমাঞ্চের পারদ ছুঁয়ে যায়। মোসাদ্দেক হোসেনের শেষ বলে বাংলাদেশের জিম্বাবুয়ের দরকার ছিল ৫ রান। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে বল মিস করেন ব্লেসিং মুজারাবানি, হলেন স্টাম্পড।

৪ রানের জয়ে ততক্ষণে দুই দলের খেলোয়াড়দের করমর্দনের পর্বও শেষ। মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন দুই দলের খেলোয়াড়েরা। না, নাটকের নতুন শুরু এর পরই। টিভি আম্পায়ার আনুষ্ঠানিকতা হিসেবে মুজারাবানির স্টাম্পিং দেখছিলেন, গোলামাল বাঁধল সেই দেখায়। টিভি রিপ্লেতে দেখা যায়, বাংলাদেশ উইকেটরক্ষক নুরুল হাসান সোহান বল ধরেছেন স্টাম্পের সামনে থেকে!

এমসিসির ক্রিকেট আইনের ২৭.৩.১ ধারা অনুযায়ী নো বল ডাকেন আম্পায়ার। সেই নো বলের ফ্রি-হিট থেকে অবশ্য জয়ের হিসাব মেলাতে পারেনি জিম্বাবুয়ে। তবে এর আগের বলেই সোহানকে সতর্ক করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

মুজারাবানি স্টাম্পড হওয়ার আগের বলে একইভাবে আউট হন রিচার্ড এনগারাভা। ওই বলেও সোহানের হাত স্টাম্পের কাছাকাছি চলে এসেছিল। সেটা নজর এড়ায়নি সাকিবের। সোহানকে সতর্ক করেছিলেন এই বলে, ‘তুমি স্টাম্পের বেশ কাছে চলে গেছ!’ সতর্কতা যে সোহান মানেননি পরের বলেই সেটা বোঝা গেছে। তবে সোহান ও বাংলাদেশের জন্য স্বস্তি, ম্যাচটা হাত ফসকে যায়নি।

টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত খবর:

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল