হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে ১৬৮ রানের লক্ষ্য দিল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৬৭ রান তুলেছে বাবর আজমের দল।

টি-টোয়েন্টিতে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে রানের ফল্গুধারা চলছেই। আজও পাকিস্তানের ইনিংস গড়ে উঠেছে তাঁর অপরাজিত ৭৮ রানের ইনিংসে। ৫০ বলের ইনিংসে ৭ চার ও ২ ছক্কায় সাজান এই উইকেটকিপার-ব্যাটার। সর্বশেষ ৮ ইনিংসে রিজওয়ানের এটি ষষ্ঠ ৫০ পেরোনো ইনিংস।

আরেকবার নিজেদের প্রমাণে ব্যর্থ পাকিস্তানের মিডল অর্ডার। তবে সেই সুযোগটা পুরোপুরি নিতে পারেননি বাংলাদেশি বোলাররা। সাম্প্রতিক সময়ে নিজেকে হারিয়ে খুঁজছেন মোস্তাফিজুর রহমান। আজও দলের সবচেয়ে খরুচে বোলার এই বাঁহাতি পেসার। ৪ ওভারে ৪৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আরেক পেসার তাসকিন আহমেদ অবশ্য পাকিস্তান ব্যাটারদের দারুণ পরীক্ষা নিয়েছেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন।

ওপেনিংয়ে দারুণ শুরুর পরও মাঝের ওভারে পাকিস্তানকে স্বচ্ছন্দে রান তুলতে দেননি বাংলাদেশের স্পিনাররা। ৪ ওভারে ২২ রান দিয়ে একটি উইকেট নেন নাসুম আহমেদ। ৭.১ ওভার স্থায়ী ওপেনিং জুটি ভাঙেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। নিজের প্রথম বলেই তুলে নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে (২২)। তবে রিজওয়ান অপরাজিতই ছিলেন।

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ

হঠাৎ কেন বিপিএল ছাড়ার হুমকি দিল ঢাকা ক্যাপিটালস

বিশ্বকাপ দলে জায়গা পাননি, কী বলছেন হাসান মাহমুদ

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের