হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে ১৬৮ রানের লক্ষ্য দিল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৬৭ রান তুলেছে বাবর আজমের দল।

টি-টোয়েন্টিতে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে রানের ফল্গুধারা চলছেই। আজও পাকিস্তানের ইনিংস গড়ে উঠেছে তাঁর অপরাজিত ৭৮ রানের ইনিংসে। ৫০ বলের ইনিংসে ৭ চার ও ২ ছক্কায় সাজান এই উইকেটকিপার-ব্যাটার। সর্বশেষ ৮ ইনিংসে রিজওয়ানের এটি ষষ্ঠ ৫০ পেরোনো ইনিংস।

আরেকবার নিজেদের প্রমাণে ব্যর্থ পাকিস্তানের মিডল অর্ডার। তবে সেই সুযোগটা পুরোপুরি নিতে পারেননি বাংলাদেশি বোলাররা। সাম্প্রতিক সময়ে নিজেকে হারিয়ে খুঁজছেন মোস্তাফিজুর রহমান। আজও দলের সবচেয়ে খরুচে বোলার এই বাঁহাতি পেসার। ৪ ওভারে ৪৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আরেক পেসার তাসকিন আহমেদ অবশ্য পাকিস্তান ব্যাটারদের দারুণ পরীক্ষা নিয়েছেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন।

ওপেনিংয়ে দারুণ শুরুর পরও মাঝের ওভারে পাকিস্তানকে স্বচ্ছন্দে রান তুলতে দেননি বাংলাদেশের স্পিনাররা। ৪ ওভারে ২২ রান দিয়ে একটি উইকেট নেন নাসুম আহমেদ। ৭.১ ওভার স্থায়ী ওপেনিং জুটি ভাঙেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। নিজের প্রথম বলেই তুলে নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে (২২)। তবে রিজওয়ান অপরাজিতই ছিলেন।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড