হোম > খেলা > ক্রিকেট

বাবরের সঙ্গে মিল থাকলেও বছরটা মিরাজেরই

ক্রীড়া ডেস্ক    

ব্যাটিং-বোলিংয়ে ২০২৪ রাঙিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে ২০২৪ সাল শেষ করেছে বাংলাদেশ। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে জাতীয় দলের কোনো ডিউটি নেই ক্রিকেটারদের। পাওয়া না পাওয়ার অনেক কিছু ছিল এ বছরও। এর মধ্যেও সবকিছু ছাপিয়ে ব্যক্তিগত অর্জনে মেহেদী হাসান মিরাজ ব্যাটে-বলে ছড়িয়েছেন মুগ্ধতা।

শুধু অলরাউন্ড পারফরম্যান্স নয়, মিরাজ তো প্রথমবারের মতো অধিনায়কত্বও করলেন এই বছর। দলকে নেতৃত্ব দেওয়ার তালিকায় নতুন করে যোগ হলো মিরাজের নাম। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে, ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টেস্ট—দুই সংস্করণে অধিনায়কত্ব করেছেন এই অলরাউন্ডার। নেতৃত্বে এখনো বেশ সুফল না দেখলেও উইন্ডিজের বিপক্ষে একটি টেস্টে তাঁর অধীনে জিতেছে বাংলাদেশ দল।

কিন্তু ব্যাটিং-বোলিংয়ে মিরাজ এ বছর নিজেকে ছাড়িয়ে গেছেন বেশ। ব্যাট হাতে এই বছর বাংলাদেশ দলের সেরা পারফরমার। দলের একমাত্র ক্রিকেটার হিসেবে ১ হাজার রানের মাইলফলক ছুঁলেন তিনি। ৩০ ইনিংসে করেছেন বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ১০২৫ রান। গড় ৩৭.৯৬। তালিকায় মিরাজের পরে থাকা নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪০ ইনিংসে করেছেন এ বছর ৯৬১ রান। গড় ২৫.২৮।

এক জায়গায় পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের সঙ্গে দারুণ মিলও রয়েছে মিরাজের। ২০২৪ সালে এ পর্যন্ত অন্তত ১ হাজার রান করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে বাবর ও মিরাজেরই শুধু সেঞ্চুরি নেই। মিরাজ করেছেন সাত ফিফটি, সর্বোচ্চ ইনিংস ৯৭। বাবর ৩৭ ইনিংসে করেছেন ১১১৪ রান। রয়েছে ৮ ফিফটি, নেই কোনো সেঞ্চুরি। যদিও এ বছর আরও একটি টেস্ট রয়েছে বাবরদের। কাল থেকে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে পাকিস্তানের।

নেতৃত্ব দেওয়া ৬ ম্যাচ মিরাজের ব্যাট যেন আরও বেশি ঔজ্জ্বল্য ছড়িয়েছে। ৪৫.৫০ গড়, করেছেন ৩৬৪ রান। নিয়েছেন ৭ উইকেট। ব্যাটিংয়ের সঙ্গে বল হাতে এ বছর মিরাজের শিকার ৪০ উইকেট, ইকোনমি ৩.৭৯। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। তাঁর চেয়ে বেশি উইকেট আছে শুধু তাসকিন আহমেদের ৬৩টি।

অলরাউন্ড পারফরম্যান্সে মিরাজ আইসিসি থেকেও পেয়েছেন সুখবর। টেস্ট র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে উঠেছেন তিনি। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তিন নম্বরে। বলাই তো যায়, বছরটা মিরাজেরও।

নোয়াখালী এক্সপেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী