হোম > খেলা > ক্রিকেট

তৃতীয়বার উইজডেনের বর্ষসেরা স্টোকস, টি-টোয়েন্টিতে সূর্য

ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন বেন স্টোকস। গত বছর দুর্দান্ত এক বছর কাটিয়েছেন তিনি। এমনকি সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। তারই পুরস্কারস্বরূপ উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন আবারও। অন্যদিকে টি-টোয়েন্টিতে বর্ষসেরা হয়েছেন সূর্যকুমার যাদব। 

এ নিয়ে তৃতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টোকস। ২০২১ সালের আগের দুই বছর টানা বর্ষসেরা হয়েছিলেন তিনি। অর্থাৎ, শেষ চার বছরে তিনবার হলেন ইংল্যান্ড অলরাউন্ডার। 

গত বছর ব্যাটে-বলেই দুর্দান্ত ছিলেন স্টোকস। ১৫ টেস্টে ৩৫.২৫ গড়ে ৮৭০ রান করেছেন তিনি। বছরের তৃতীয় সেরা ব্যাটার হওয়ার পথে ৪ ফিফটির বিপরীতে দুটি সেঞ্চুরিও মেরেছেন ৩১ বছর বয়সী ব্যাটার। শুধু যে ব্যাটিংয়েই এই অলরাউন্ডার দুর্দান্ত ছিলেন এমনটা নয়। বোলিংয়েও নজরকাড়া পারফরম্যান্স করেছেন। গত বছর ৩১.১৯ গড়ে ২৬ উইকেট নিয়েছেন তিনি। 

গত বছর টি-টোয়েন্টিতে যে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন সূর্যকুমার তাতে তাঁর হাতে পুরস্কার ওঠার অপেক্ষাই শুধু ছিল। ২০২২ সালে সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে এক বছরে সর্বোচ্চ রান করেছিলেন ভারতীয় ব্যাটার। ৩১ ম্যাচে ৪৬.৫৬ গড়ে ১১৬৪ রান করেন। 

এই রান করতে গেল বছর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ ও ৪৯ বলে দুটি বিধ্বংসী সেঞ্চুরিও হাঁকিয়েছেন সূর্যকুমার। টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চও মেরেছেন তিনি। ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে রান করার তোলার সময় ৬৮টি ছক্কা মেরেছেন তিনি। 

অন্যদিকে দ্বিতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ান বেথ মুনি। আর এবারই প্রথমবারের মতো ‘উইজডেন ট্রফি উইনার’ পুরস্কার চালু করেছে উইজডেন। ব্যক্তিগত পারফরম্যান্সের এই পুরস্কার পেয়েছেন ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করা ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টো।

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ

হঠাৎ কেন বিপিএল ছাড়ার হুমকি দিল ঢাকা ক্যাপিটালস

বিশ্বকাপ দলে জায়গা পাননি, কী বলছেন হাসান মাহমুদ

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের