হোম > খেলা > ক্রিকেট

ভারতকে আলাদাভাবে শুভকামনা জানালেন ফিফা সভাপতি

এবারের বিশ্বকাপে দীর্ঘ এক যুগের অপেক্ষা ফুরানোর মিশনে নেমেছে ভারত। সর্বশেষ ২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় সেই সুযোগ থাকছে তাদের। এ জন্য চ্যাম্পিয়নের অন্যতম দাবিদারও ধরা হয়েছে স্বাগতিকদের। 

নিজেদের মাটিতে শুরুটাও দুর্দান্ত করেছে ভারত। এখন পর্যন্ত চার ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা। এতে করে বিশ্বকাপে এখন দুর্দান্ত সময় কাটছে ভারতের। এমন সময়ের জন্য অনেকেই বিশ্বকাপ শুরুর আগেই শুভকামনা জানিয়েছেন স্বাগতিকদের। অনেকের মতো শুরুতে জানাতে না পারলেও বিশ্বকাপের তিন ভাগের এক ভাগ শেষ হওয়ার সময় ভারতকে শুভকামনা জানিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। সঙ্গে ভারতে এসে ম্যাচ দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন ফিফা সভাপতি। 

বিশ্বকাপ উপলক্ষে সামাজিক মাধ্যমে এক ভিডিও দিয়ে সম্প্রতি ভারতকে শুভকামনা জানিয়েছেন ইনফান্তিনো। ভারতের বিশ্বকাপ জার্সি হাতে নিয়ে ভিডিওতে তিনি বলেছেন, ‘আমরা এখন ভারতে। ক্রিকেট বিশ্বকাপ চলছে। এটি হচ্ছে ভারতের জার্সি। তাই সবাই ভারতীয়। তাদের মাটিতে রোমাঞ্চকর ক্রিকেট বিশ্বকাপ আয়োজন হওয়ায় আমরা ভারতকে সমর্থন করব। শুভকামনা ভারত।’ 

আয়োজক ভারতকে আলাদাভাবে জানালেও বাকি দলগুলোকেও শুভকামনা জানাতে ভুল করেননি ইনফান্তিনো। সঙ্গে বিশ্বকাপে ম্যাচ দেখার জন্য উন্মুখ আছেন বলে জানিয়েছেন তিনি। ফিফা সভাপতি বলেছেন, ‘আর অবশ্যই বাকি দলগুলোর প্রতিও শুভকামনা। একটি বৃহৎ ক্রীড়া এবং অসাধারণ ক্রিকেট উদ্‌যাপনের মুহূর্ত। সেখানে গিয়ে একটি ম্যাচ দেখার জন্য উন্মুখ আছি। দেখা যাক। বিদায়।’

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছিল ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান

‘ক্রিকেট অঙ্গনে সব সময় থাকে জুয়া, ক্রিকেট থেকে আড়ালে চলে যেতে চাই’