হোম > খেলা > ক্রিকেট

৬৬২ রানের লক্ষ্য ছুড়ে এবার তাসকিনদের তোপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই বছর পর সেঞ্চুরি পেলেন মুমিনুল হক। নাজমুল হোসেন শান্ত করেছেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। প্রথম ইনিংসে ২৩৬ রানে এগিয়ে থাকা বাংলাদেশ ইনিংস ঘোষণা করল ৪ উইকেটে ৪২৫ রান করে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ লিড পেল ৬৬১ রানের। এর আগে টেস্ট ক্রিকেটে এত বড় লিড পায়নি তারা।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই শরীফুল ইসলামের এলবিডব্লুর ফাঁদে পড়েন ইব্রাহিম জাদরান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি আফগান ওপেনার। সেই ধাক্কা সামাল দেওয়ার আগেই দলীয় ৭ রানে বিদায় নেন আরেক ওপেনার আবদুল মালিকও। ব্যক্তিগত ৫ রানে তাসকিন আহমেদের বলে লিটন দাসের গ্লাভসে বন্দী হোন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২০ রান করেছে আফগানিস্তান। জয়ের জন্য সফরকারীদের দরকার ৬৪২ রান। ব্যাটিংয়ে আছেন রহমত শাহ (৫) ও অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি (৮)।

আজ তৃতীয় দিনে দ্বিতীয় সেশন শেষেই হয়তো ইনিংস ঘোষণা দিত বাংলাদেশ। কিন্তু মুমিনুল হক ও লিটন দাসের জন্যই হয়তো সেটি সম্ভব হয়নি। ৫ রানের জন্য সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন মুমিনুল ও ২ রানের জন্য ফিফটির অপেক্ষায় ছিলেন লিটন। চা বিরতি থেকে ফিরেই তৃতীয় সেশনের শুরুতে প্রায় দুই বছর বা ২৬ মাস পর সেঞ্চুরির দেখা পান মুমিনুল। লিটনও তুলে নেন ফিফটি।

একটু পরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ৬৬২ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তানকে। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়েকে হারারেতে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। সেটাই ছিল এতদিন সর্বোচ্চ লক্ষ্য দেওয়ার রেকর্ড। এবার সেটিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ।

তপ্ত রোদে তৃপ্তির ঢেকুর তোলার কোনো সুযোগ নেই আফগানিস্তানের বোলারদের। ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুধু বলই করেছেন, কিন্তু ঘামের মূল্য পাননি। ৫.৩১ হারে রান দিয়ে নিতে পেরেছেন মাত্র ৪ উইকেট, আজ নিয়েছেন তিনটি।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও করেছেন সেঞ্চুরি। ১৫১ বলে খেলেছেন ১২৪ রানের অসাধারণ এক ইনিংস। ৭১ রানে আউট হন দিন শুরু করা জাকির হাসান। মুশফিকুর রহিম রিভার্স সুইপে ক্যাচ দিয়ে ফিরেছেন ৮ রানে। এরপর মুমিনুল ১২১ ও লিটন ৬৬ রানে অপরাজিত থাকেন।

এই টেস্টে বাংলাদেশ শুধু নিজেদের রেকর্ডই ভাঙেনি, জায়গা করে নিয়েছে বিশ্ব ক্রিকেটের রেকর্ড বইয়েও। টেস্টে ৬১৪ রান ইতিমধ্যে লক্ষ্যে দেওয়ার ক্ষেত্রে পঞ্চম স্থানে নাম লিখিয়েছে তারা। ১৯৩০ সালে কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজকে সর্বোচ্চ ৮৩৬ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। ১৯৬৯ সালে সিডনিতে উইন্ডিজদের ৭৩৫ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া।

 ১৯৩৯ সালে ডারবানে ইংল্যান্ডকে ৬৯৬ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা এবং ২০০৬ সালে ব্রিসবেনে ইংলিশদের ৬৪৮ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছিল অজিরা। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে বাংলাদেশ লক্ষ্য দিল ৬৬২ রানের। 

টেস্টে সর্বোচ্চ পাঁচ লক্ষ্য
দল         লক্ষ্য                 প্রতিপক্ষ           ভেন্যু        সাল
ইংল্যান্ড             ৮৩৬       ওয়েন্ট ইন্ডিজ    কিংস্টন       ১৯৩০ 
অস্ট্রেলিয়া           ৭৩৫       ওয়েস্ট ইন্ডিজ    সিডনি        ১৯৬৯ 
দক্ষিণ আফ্রিকা    ৬৯৬        ইংল্যান্ড        ডারবান        ১৯৩৯ 
বাংলাদেশ          ৬৬২      আফগানিস্তান     মিরপুর       ২০২৩ 
অস্ট্রেলিয়া         ৬৪৮         ইংল্যান্ড        ব্রিসবেন        ২০০৬

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা