হোম > খেলা > ক্রিকেট

এশিয়া কাপ নিয়ে ভারতের এখন কিসের দুশ্চিন্তা

২০২৩ এশিয়া কাপের ভেন্যু সমস্যার সমাধান গত মাসে দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দেশে হবে এশিয়া কাপ। তবু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুশ্চিন্তা রয়েছে এই টুর্নামেন্ট নিয়ে।

এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে চায় না ভারত। এরপর বিকল্প পরিকল্পনা হিসেবে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় পিসিবি। এরপর এসিসি বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নাম উল্লেখ করেছে। আয়োজক হিসেবে থাকবে পাকিস্তান। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টে পাকিস্তানে হবে মাত্র ৪ ম্যাচ এবং বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ভারতের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। তবে ভারতের দুশ্চিন্তা আবহাওয়া নিয়ে। ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সম্ভাব্য সূচি দলগুলোকে দেওয়া হয়েছে। এই সপ্তাহে তা চূড়ান্ত হবে। তারপরও শেষ মুহূর্তে অনেক কিছু বিস্তারিত আলোচনার ব্যাপার রয়েছে। বর্ষাকাল হওয়ায় কলম্বো নিয়ে দুশ্চিন্তা রয়েছে। কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ হলে ভালো হতো বলে আমরা মনে করছি। তবে বৃষ্টি এখানে বাগড়া দিতে পারে।’

গত বছরের মতো এবারও হবে ছয় দলের এশিয়া কাপ। দুই গ্রুপ থেকে চার দল যাবে সুপার ফোরে। সুপার ফোর থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। এসিসি জানিয়েছে, ৩১ আগস্ট শুরু হয়ে ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর। তবে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি এসিসি।  

এবার ভারতের মাঠে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের কথা ভেবে এশিয়া কাপ হবে ৫০ ওভারের। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর ‘এ’ গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। দুই গ্রুপ থেকে চার দল যাবে সুপার ফোরে। সুপার ফোর থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। আর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২০২২ এশিয়া কাপ হয়েছিল ২০ ওভারের। সেবার পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ