হোম > খেলা > ক্রিকেট

মা-বাবার সামনে সেঞ্চুরিতে ম্যাক্সওয়েলের বিরল রেকর্ড

ক্রীড়া ডেস্ক    

বিধ্বংসী সেঞ্চুরিতে অনন্য রেকর্ড গড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: ক্রিকইনফো

সীমিত ওভারের ক্রিকেটে গ্লেন ম্যাক্সওয়েল কতটা বিধ্বংসী, সেটা অনেকবার দেখা গেছে। তবে যে ‘ধর তক্তা, মার পেরেক’ নীতিতে খেলতে বিশ্বাসী ম্যাক্সওয়েল, তাতে অনিশ্চয়তা থাকে অনেক বেশি। কখনো ১০ বল খেলার আগেই আউট হয়ে যান। কখনোবা করে ফেলেন সেঞ্চুরি।

বাজে সময়ের মধ্য দিয়ে ম্যাক্সওয়েল আজ করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) তিন অঙ্ক ছুঁতে তিনি খেলেছেন ৪৮ বল। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিপক্ষে ওয়াশিংটন ফ্রিডমের জার্সিতে সেঞ্চুরি করেছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তাঁর অষ্টম সেঞ্চুরি। ম্যাক্সওয়েলের ৪৯ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস ওকল্যান্ড কলিসিয়াম স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখেছেন তাঁর মা-বাবা। ঝোড়ো সেঞ্চুরি নিয়ে অস্ট্রেলিয়ার বিধ্বংসী এই ক্রিকেটার বলেন, ‘সত্যিই অসাধারণ লাগছে। আমি রান করেছি, এমনটা তাঁরা খুব একটা দেখতে পান না। এমন ইনিংস তাঁদের সামনে খেলতে পেরে ভালো লাগছে।’

ম্যাক্সওয়েল আজ শুরুটা করেন বেশ রয়েসয়ে । প্রথম ১৫ বলে কোনো বাউন্ডারি ছাড়াই করলেন ১১ রান। ৩৬ বছর বয়সী অজি এই ক্রিকেটার তাণ্ডব চালানো শুরু করেন এরপরই। ১৪তম ওভারের তৃতীয় থেকে পঞ্চম বলে তানভীর সাংঘাকে তিনটি ছক্কা মারেন ম্যাক্সওয়েল। গিয়ার বদলে ফেলা ম্যাক্সওয়েল ইনিংসের শেষের দিকে আরও ভয়ংকর হয়েছেন। ওয়াশিংটন ফ্রিডম শেষ ওভারে যে ২৬ রান করেছে, সেখানে ম্যাক্সওয়েল একাই করেছেন ১৯ রান। মেরেছেন ৩ ছক্কা। ৪৯ বলে ১৩ ছক্কা ও ২ চারে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি।

ম্যাক্সওয়েল জানিয়েছেন, ম্যাচের পরিস্থিতি বুঝে আজ তিনি খেলেছেন। অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ব্যাটার বলেন, ‘শুরুটা অনেক ধীরগতির ছিল। তবে যখন বুঝলাম রান করতে হবে, তখন বোলারদের পেটানোর সিদ্ধান্ত নিই। শটগুলো কাজে লেগেছে।’ স্বীকৃত টি-টোয়েন্টিতে সাড়ে ১০ হাজার রান, ১৭০-এর বেশি উইকেট, একাধিক সেঞ্চুরি—বিধ্বংসী সেঞ্চুরিতে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জন করলেন তিনি। সব ধরনের টি-টোয়েন্টি মিলে ৪৬৯ ম্যাচের ৪৪০ ইনিংস ব্যাটিং করেছেন তিনি। ৮ সেঞ্চুরিতে করেছেন ১০৫৭৪ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে তাঁর উইকেট ১৭৮ রান।

স্বীকৃত টি-টোয়েন্টিতে রান, উইকেটের দিক থেকে ম্যাক্সওয়েলের চেয়ে কাইরন পোলার্ড, শোয়েব মালিক অনেক এগিয়ে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পোলার্ড ও মালিকের ১৩৫৯৯ ও ১৩৫৭১। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৩২৬ ও ১৮৭ উইকেট নিয়েছেন পোলার্ড ও মালিক। তবে সেঞ্চুরির মানদণ্ডে ম্যাক্সওয়েলের ধারেকাছেও কেউ নেই। স্বীকৃত টি-টোয়েন্টিতে পোলার্ডের একটি সেঞ্চুরি থাকলেও মালিকের কোনো সেঞ্চুরি নেই।

ওকল্যান্ডে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়াশিংটন ফ্রিডম অধিনায়ক ম্যাক্সওয়েল। ২০ ওভারে ৫ উইকেটে ২০৮ রান করেছে ওয়াশিংটন। ম্যাক্সওয়েলের পর দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন মিচেল ওয়েন। জবাব দিতে নেমে ১৬.৩ ওভারে ৯৫ রানে অলআউট হয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।

১১৩ রানের জয়ে এমএলসির পয়েন্ট টেবিলে এখন তিনে অবস্থান করছে ওয়াশিংটন। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে দলটির পয়েন্ট ৪। ম্যাক্সওয়েলের দলের নেট রানরেট ‍+০.৯১৯। সমান ৬ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে শীর্ষে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ও দুইয়ে টেক্সাস সুপার কিংস। দলটির নেট রানরেট ‍+২.৮৪২।দুইয়ে থাকা টেক্সাসের নেট রানরেট ‍+২.৫৫।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত