টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চোটে পড়ে দীর্ঘসময়ের জন্য ক্রিকেটের বাইরে এখন শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলেই ছিলেন না হাসান আলি। এই দুই পেসারকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান।
হাসান, শাহিনের সঙ্গে ফাওয়াদ আলম, ইয়াসির শাহের মতো তারকা ক্রিকেটাররাও দল পাননি এই সিরিজে। অন্যদিকে দলে ডাক পেয়েছেন দুই নতুন ক্রিকেটার আবরার আহমেদ ও মোহাম্মদ আলি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি দারুণ ছন্দে থাকা হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়ররাও আছেন টেস্ট দলে। রউফ, ওয়াসিম দুজনেই বিশ্বকাপে নিয়েছিলেন ৮ উইকেট। যেখানে রউফের ইকোনমি ছিল ৬.৮৪ এবং ওয়াসিমের ইকোনমি ছিল ৭.২৯।
১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। ৯ ডিসেম্বর মুলতানে হবে দ্বিতীয় টেস্ট। শেষ ও তৃতীয় টেস্ট করাচিতে হবে ১৭ ডিসেম্বর করাচিতে হবে। তিনটি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
ইংল্যান্ড সিরিজে পাকিস্তানের দল:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আজহার আলি, সরফরাজ আহমেদ, শান মাসুদ,, সৌদ শাকিল, সালমান আঘা, নাসিম শাহ, নোমান আলি, আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হক, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আবরার আহমেদ, জাহিদ মাহমুদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আলি।